শুক্রবার, ২ মে, ২০১৪

সিনেমার গান-২: সহসা এলে কি (জাতিস্মর)

গানের শিরোনামঃ সহসা এলে কি
শিল্পীঃ রুপঙ্কর
সিনেমাঃ জাতিস্মর
.....................................................

সহসা এলে কি এ ভাঙা জীবনে
সহসা দিলে কি খবর এ জীবনে
এ ভাঙা শহর জোড়া ভাঙা পথের একান্তে
সে সহসা এলে কি এ ভাঙা জীবনে
সহসা দিলে কি খবর এ জীবনে
এ ভাঙা শহর জোড়া ভাঙা পথের একান্তে
সে সহসা এলে কি এ ভাঙা জীবনে

এখানে আর ভালো লাগার মত কিছু পাবে না আর সহজে সহজে সহজে
কোথায় যাওয়ার কথা ছিল কোথায় কিছু পাওয়ার ছিল সহজে সহজে সহজে
সহজ কথাটা আর আসে না সহজে
যা হোক করে বাঁচার গরজে
এ ভাঙা শহর জোড়া ভাঙা পথের একান্তে
সে সহসা এলে কি এ ভাঙা জীবনে

আমার বুকের কোনো এক নিভু নিভু আলোর শিখা
আমার মুখের ঠেকেছে মুখ আমার প্রেম একা একা
আমার বুকের কোনো এক নিভু নিভু আলোর শিখা
আমার মুখের ঠেকেছে মুখ আমার প্রেম একা একা
এবার বলো কোথায় যাব
কোথায় জীবন ফিরে পাব সহজে সহজে সহজে
কোথায় প্রাণের দেখা মেলে
জীবনটাকে দু হাত মেলে সহজে সহজে সহজে

সহজ কথাটা আর আসে না সহজে
যা হোক করে বাঁচার গরজে
এ ভাঙা শহর জোড়া ভাঙাচোরা দিনান্তে
সে সহসা এলে কি এ ভাঙা জীবনে
 সহসা এলে কি এ ভাঙা জীবনে
সহসা দিলে কি খবর এ জীবনে

বৃহস্পতিবার, ১ মে, ২০১৪

সিনেমার গান-১: এ তুমি কেমন তুমি (জাতিস্মর)

গানের শিরোনামঃ  এ তুমি কেমন তুমি
শিল্পীঃ রূপঙ্কর
গীতিকারঃ কবির সুমন
সুরকারঃ কবির সুমন
সিনেমাঃ জাতিস্মর
..........................................................

এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর

জন্মের আগেও, জন্ম পরেও জন্ম তুমি এমন
সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন
জন্মের আগেও, জন্ম পরেও জন্ম তুমি এমন
সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন
কথা নয় নীরবতায় সজলতার আখর ভরো
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর

এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী
কবেকার পুঁথির শোলক তোমার মতই অশ্রুমতি
এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী
কবেকার পুঁথির শোলক তোমার মতই অশ্রুমতি
অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার, আমার মরণ
নীরবে জাতিস্মরের গল্প বলা তোমার ধরণ
অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার, আমার মরণ
নীরবে জাতিস্মরের গল্প বলা তোমার ধরণ
ঝরেছ বৃষ্টি হয়ে আগেও তুমি আবার ঝরো
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর