শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৩

মহীনের ঘোড়াগুলি - ৪ : এ গানের শেষটা তোমরাই গাইবে

গানের শিরোনামঃ শুনে নাও শিশিরের টুপ
ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলি
..............................................................

শুনে নাও শিশিরের টুপ আর বৃষ্টির ঝুম
শুনে নাও শিশিরের টুপ আর বৃষ্টির ঝুম
চিনে নাও গরাদের ফাঁদ আর মুক্তির ধুম
চিনে নাও গরাদের ফাঁদ আর মুক্তির ধুম
সীমানা পেরিয়া যাওয়া হয়তো এখনো বহুদূর
সীমানা পেরিয়া যাওয়া হয়তো এখনো বহুদূর
সীমানা পেরিয়া যাওয়া হয়তো এখনো বহুদূর
পেলেও তো পেতে পারো স্বপ্নের শত কোহিনূর
পেলেও তো পেতে পারো স্বপ্নের শত কোহিনূর
আর কি আসবে ফিরে মায়ের আঁচলে ঘেরা দিন
আর কি আসবে ফিরে মায়ের আঁচলে ঘেরা দিন
হারিয়েছে শৈশব হারিয়েছে শান্তির বীণ
হারিয়েছে শৈশব হারিয়েছে শান্তির বীণ

আলো
তোমাদের ও চোখে কেন ধেয়ে আসে না
আলো
তোমাদের ও চোখে কেন ধেয়ে আসে না

যেহেতু নিঃশ্বাসে এখনো ফুলের গন্ধ
প্রাণে এখনো নাচের সুর
এ গানের শুরুটা আমরা গেয়ে দিলাম

জীবনের কাছে যদি চেয়ে থাক অহেতুক হাসি
জীবনের কাছে যদি চেয়ে থাক অহেতুক হাসি
ভেঙে যাওয়া রাতে যেন থেমে যাবে নির্জন বাঁশি
ভেঙে যাওয়া রাতে যেন থেমে যাবে নির্জন বাঁশি
জেনে নাও মরুরুক্ষ ঝড় আর মরিচীকা
জেনে নাও মরুরুক্ষ ঝড় আর মরিচীকা
শিখে নাও মেঘের আলতো লাগে বজ্রের রেখা
শিখে নাও মেঘের আলতো লাগে বজ্রের রেখা
দেখে নাও সকালের রোদ আর ধোঁয়াশার জাল
দেখে নাও সকালের রোদ আর ধোঁয়াশার জাল
বুঝে নাও পিছনে হাঁটবে কত আর কতকাল
বুঝে নাও পিছনে হাঁটবে কত আর কতকাল

আলো
তোমাদের ও চোখে কেন ধেয়ে আসে না
আলো
তোমাদের ও চোখে কেন ধেয়ে আসে না

যদি সব ফুল ঝরে যায়
সব সুর যায় হারিয়ে
এ গানের শেষটা তোমরাই গাইবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন