মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৩

মহীনের ঘোড়াগুলি - ৭ : আমার দক্ষিণ খোলা জানলায়

গানের শিরোনামঃ আমার দক্ষিণ খোলা জানলায়
ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলি
...............................................................

আমার দক্ষিণ খোলা জানলায়
আমার দক্ষিণ খোলা জানলায়
মাঘের এই অন্তরঙ্গ দুপুর বেলায়
না শোনা গান হোক পুরনো মনে পড়ে যায়
এক দমকা হাওয়ায়
মাঘের এই অন্তরঙ্গ দুপুর বেলায়
না শোনা গান হোক পুরনো মনে পড়ে যায়
এক দমকা হাওয়ায়

আমার দক্ষিণ খোলা জানলায়
মাঘের এই অন্তরঙ্গ দুপুর বেলায়
না শোনা গান হোক পুরনো মনে পড়ে যায়
এক দমকা হাওয়ায়
আমার দক্ষিণ খোলা জানলায়

আহা .....

খোলা জানলায় খোলা জানলায়
উদার বন্ধু বাতাস জাগায় আমার হৃদয়ে ভালোবাসা
খোলা জানলায়
উদার বন্ধু বাতাস জড়ায় মায়ায় ভালো লাগায়

আমার উত্তর খোলা জানলায়
বাড়ে বয়স যা কিছু স্মৃতি সত্ত্বা
কাঁপে দারুণ বাড়ে বয়স
আমার উত্তর খোলা জানলায়
বাড়ে বয়স যা কিছু স্মৃতি সত্ত্বা
কাঁপে দারুণ বাড়ে বয়স

তাই দক্ষিণ খোলা জানলায়
মাঘের এই অন্তরঙ্গ দুপুর বেলায়
না শোনা গান হোক পুরনো মনে পড়ে যায়
এক দমকা হাওয়ায়
মাঘের এই একান্ত দুপুর বেলায়
যা কিছু প্রিয় ভালো লাগা মনে পড়ে যায়
এক দমকা হাওয়ায়

লা লা লা......

সোমবার, ৭ অক্টোবর, ২০১৩

মহীনের ঘোড়াগুলি - ৬ : কখন তোমার আসবে টেলিফোন

গানের শিরোনামঃ টেলিফোন
ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলি
......................................


আশায় আশায় বসে আছি ওরে আমার মন
কখন তোমার আসবে টেলিফোন
আশায় আশায় ...
আশায় আশায় বসে আছি ওরে আমার মন
কখন তোমার আসবে টেলিফোন

কালা যখন তখন কর ডায়াল
বুঝি না ছাই তোমার খেয়াল
কালা যখন তখন কর ডায়াল
বুঝি না ছাই তোমার খেয়াল
তোমার আমার এই যে দেয়াল
ভাঙবেরে তখন
তখন ভাবি আসবে টেলিফোন
তখন ভাবি আসবে টেলিফোন

তোমার সঙ্গে দেখতে পেলে
পাড়া পড়শি মন্দ বলে
তোমার সঙ্গে দেখতে পেলে
পাড়া পড়শি মন্দ বলে
পাড়া পড়শি মন্দ বলে গো
তার চেয়ে রাত্রি বেলা সবাই যখন
রাত্রি বেলা ...
রাত্রি বেলা বেলা সবাই যখন
ঘুমে আচেতন
তখন ভাবি আসবে টেলিফোন
তার চেয়ে ভালো তোমার টেলিফোন

তোমার সামনে থাকলে আমি
কি হয় জানেন অন্তর্যামী
কি হয় জানেন অন্তর্যামী গো
দূরুদূরু বক্ষ জাগে
দূরুদূরু ...
দূরুদূরু বক্ষ জাগে
দূরুদূরু বক্ষ জাগে
চিত্তে উচাটন
তার চেয়ে ভালো তোমার টেলিফোন
তার চেয়ে ভালো তোমার টেলিফোন

ক্রিং ক্রিং ক্রিং মধুর ধ্বনি
শুনি তোমার আগমনি
ক্রিং ক্রিং ক্রিং মধুর ধ্বনি
শুনি তোমার আগমনি
আগমনি ...
শুনি তোমার আগমনি গো
তাতে ধন্য হয় যে রাধা রাণী
তাতে ধন্য হয় যে রাধা রাণী
ধন্য এ জীবন
সবচেয়ে ভালো তোমার টেলিফোন
সবচেয়ে ভালো তোমার টেলিফোন

ও .......
আশায় আশায় বসে আছি ওরে আমার মন
তখন ভাবি আসবে টেলিফোন

রবিবার, ৬ অক্টোবর, ২০১৩

মহীনের ঘোড়াগুলি - ৫ : ভালোবাসি একমনে কবিতা পড়তে

গানের শিরোনামঃ হায় ভালোবাসি
ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলি 

কন্ঠঃ তাপস দাশ ও তপেশ ব্যানার্জী 
কথাঃ রঞ্জন ঘোষাল, তাপস দাশ, তপেশ ব্যানার্জী
................................................................

ভালোবাসি জ্যোৎস্নায় কাশবনে ছুটতে
ছায়াঘেরা মেঠোপথে ভালোবাসি হাঁটতে
দূর পাহাড়ের গায়ে গোধূলীর আলো মেখে
কাছে ডাকে ধান ক্ষেত সবুজ দিগন্তে
তবু কিছুই যেন ভালো যে লাগে না যেন
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও

ভালো লাগে ডিঙি নৌকায় চড়ে ভাসতে
প্রজাপতি বুনোহাঁস ভালো লাগে দেখতে
জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে
ভালোবাসি একমনে কবিতা পড়তে
তবু কিছুই যেন ভালো যে লাগে না যেন
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও

যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে
শুধুই ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে
তখন ভালো লাগেনা লাগেনা কোনো কিছুই
সুদিন কাছে এসো ভালোবাসি একসাথে আজ সবকিছু

ভালোবাসি পিকাসো বুনুয়েল দান্তে
বিটলস ডিলান আর বেটোভেন শুনতে
রবিশঙ্কর আর আলি আকবর শুনে
ভালোবাসি ভোরে কুয়াশায় ঘরে ফিরতে
তবু কিছুই যেন ভালো যে লাগে না যেন
উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন
কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও

যখন দেখি ওরা কাজ করে গ্রামে বন্দরে
শুধুই ফসল ফলায় ঘাম ঝরায় মাঠে প্রান্তরে
তখন ভালো লাগেনা লাগেনা কোনো কিছুই
সুদিন কাছে এসো ভালোবাসি একসাথে আজ সবকিছু ।।

শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৩

মহীনের ঘোড়াগুলি - ৪ : এ গানের শেষটা তোমরাই গাইবে

গানের শিরোনামঃ শুনে নাও শিশিরের টুপ
ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলি
..............................................................

শুনে নাও শিশিরের টুপ আর বৃষ্টির ঝুম
শুনে নাও শিশিরের টুপ আর বৃষ্টির ঝুম
চিনে নাও গরাদের ফাঁদ আর মুক্তির ধুম
চিনে নাও গরাদের ফাঁদ আর মুক্তির ধুম
সীমানা পেরিয়া যাওয়া হয়তো এখনো বহুদূর
সীমানা পেরিয়া যাওয়া হয়তো এখনো বহুদূর
সীমানা পেরিয়া যাওয়া হয়তো এখনো বহুদূর
পেলেও তো পেতে পারো স্বপ্নের শত কোহিনূর
পেলেও তো পেতে পারো স্বপ্নের শত কোহিনূর
আর কি আসবে ফিরে মায়ের আঁচলে ঘেরা দিন
আর কি আসবে ফিরে মায়ের আঁচলে ঘেরা দিন
হারিয়েছে শৈশব হারিয়েছে শান্তির বীণ
হারিয়েছে শৈশব হারিয়েছে শান্তির বীণ

আলো
তোমাদের ও চোখে কেন ধেয়ে আসে না
আলো
তোমাদের ও চোখে কেন ধেয়ে আসে না

যেহেতু নিঃশ্বাসে এখনো ফুলের গন্ধ
প্রাণে এখনো নাচের সুর
এ গানের শুরুটা আমরা গেয়ে দিলাম

জীবনের কাছে যদি চেয়ে থাক অহেতুক হাসি
জীবনের কাছে যদি চেয়ে থাক অহেতুক হাসি
ভেঙে যাওয়া রাতে যেন থেমে যাবে নির্জন বাঁশি
ভেঙে যাওয়া রাতে যেন থেমে যাবে নির্জন বাঁশি
জেনে নাও মরুরুক্ষ ঝড় আর মরিচীকা
জেনে নাও মরুরুক্ষ ঝড় আর মরিচীকা
শিখে নাও মেঘের আলতো লাগে বজ্রের রেখা
শিখে নাও মেঘের আলতো লাগে বজ্রের রেখা
দেখে নাও সকালের রোদ আর ধোঁয়াশার জাল
দেখে নাও সকালের রোদ আর ধোঁয়াশার জাল
বুঝে নাও পিছনে হাঁটবে কত আর কতকাল
বুঝে নাও পিছনে হাঁটবে কত আর কতকাল

আলো
তোমাদের ও চোখে কেন ধেয়ে আসে না
আলো
তোমাদের ও চোখে কেন ধেয়ে আসে না

যদি সব ফুল ঝরে যায়
সব সুর যায় হারিয়ে
এ গানের শেষটা তোমরাই গাইবে

বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৩

মহীনের ঘোড়াগুলি - ৩ : তুমি ছাড়া শূন্য লাগে

গানের শিরোনামঃ আমার প্রিয়া ক্যাফে
ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলি
.......................................................

Cup-এ Cup-এ আমার হিয়া কাঁপে
Cup-এ Cup-এ আমার হিয়া কাঁপে
এ কি যে কান্ড এ কি যে কান্ড
এ কি কান্ড সব পন্ড এ ব্রহ্মান্ড শুন্য লাগে
এ কি যে কান্ড এ কি যে কান্ড
এ কি কান্ড সব পন্ড এ ব্রহ্মান্ড শুন্য লাগে
তুমি ছাড়া শূন্য লাগে
Cup-এ Cup-এ আমার হিয়া কাঁপে
Cup-এ Cup-এ আমার হিয়া কাঁপে

কি যে ছাই চিন্তা কি যে ছাই চিন্তা
কি ছাই চিন্তা ওহে কান্তা পোড়ে প্রাণটা দুঃখ জাগে
কি যে ছাই চিন্তা কি যে ছাই চিন্তা
কি ছাই চিন্তা ওহে কান্তা পোড়ে প্রাণটা দুঃখ জাগে
তুমি ছাড়া শূন্য লাগে
Cup-এ Cup-এ আমার হিয়া কাঁপে
Cup-এ Cup-এ আমার হিয়া কাঁপে

কপালটা মন্দ কপালটা মন্দ
কপাল মন্দ লাগে ধন্দ কাটে ছন্দ বিরহ রাগে
কপালটা মন্দ কপালটা মন্দ
কপাল মন্দ লাগে ধন্দ কাটে ছন্দ বিরহ রাগে
তুমি ছাড়া শূন্য লাগে
Cup-এ Cup-এ আমার হিয়া কাঁপে
Cup-এ Cup-এ আমার হিয়া কাঁপে

শিরে সংক্রান্তি শিরে সংক্রান্তি
এ অশান্তি দাও ক্ষান্তি সব ভ্রান্তি দূর হোক আগে
শিরে সংক্রান্তি শিরে সংক্রান্তি
এ অশান্তি দাও ক্ষান্তি সব ভ্রান্তি দূর হোক আগে
কফি ছাড়া শূন্য লাগে
ক্যাফে ক্যাফে আমার প্রিয়া ক্যাফে
ক্যাফে ক্যাফে আমার প্রিয়া ক্যাফে
ক্যাফে ক্যাফে আমার প্রিয়া ক্যাফে

বুধবার, ২ অক্টোবর, ২০১৩

মহীনের ঘোড়াগুলি - ২ : বাড়লে বয়স সবাই মানুষ হয় কি?

গানের শিরোনামঃ মানুষ চেনা দায়
ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলি
.........................................

বাড়লে বয়স সবাই মানুষ হয় কি?
শুনলে কথা মানুষ চেনা যায় কি?
বাড়লে বয়স সবাই মানুষ হয় কি?
শুনলে কথা মানুষ চেনা যায় কি?
চেনা সহজ নয় চিনতে লাগে ভয়
চেনা সহজ নয় চিনতে লাগে ভয়
বলি তাই মানুষ চেনা দায়
হাইরে বলি তাই মানুষ চেনা দায়

হাত বাড়ালেও বন্ধু পাওয়া যায় না
বাড়ালে হাত বন্ধু সবাই হয় না
হাত বাড়ালেও বন্ধু পাওয়া যায় না
বাড়ালে হাত বন্ধু সবাই হয় না
পেরিয়ে অনেক পথ
নিলাম এ শফথ
আমি নয় শত্রু হব তাই
হাইরে আমি নয় শত্রু হব তাই

হাসলে পরেই রসিক সবাই হয় কি?
কান্না এলেই কাঁদতে পারা যায় কি?
হাসলে পরেই রসিক সবাই হয় কি?
কান্না এলেই কাঁদতে পারা যায় কি?
হাসি মিছে কান্না অনেক হল আর না
মন খুলে হেসেই যাব তাই
হাইরে মন খুলে হেসেই যাব তাই

বাড়লে বয়স সবাই মানুষ হয় কি?
শুনলে কথা মানুষ চেনা যায় কি?
বাড়লে বয়স সবাই মানুষ হয় কি?
শুনলে কথা মানুষ চেনা যায় কি?
চেনা সহজ নয় চিনতে লাগে ভয়
চেনা সহজ নয় চিনতে লাগে ভয়

মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

মহীনের ঘোড়াগুলি - ১ : তোমায় দিলাম আজ

গানের শিরোনামঃ তোমায় দিলাম
ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলি 
...................................................

শহরের উষ্ণতম দিনে পিচ গলা রোদ্দুরে
বৃষ্টির নিঃশ্বাস তোমায় দিলাম আজ
আর কিবা দিতে পারি
পুরোনো মিছিলের পুরোনো ট্রামেদের সারি
ফুটপাত ঘেষা বেলুন গাড়ি
সুতো বাঁধা যত লাল আর সাদা
ওরাই আমার  থতমত এই শহরের রডোডেন্ড্রন
তোমায় দিলাম আজ

আর কিবা দিতে পারি
পুরোনো মিছিলের পুরোনো ট্রামেদের সারি
ফুটপাত ঘেষা বেলুন গাড়ি
সুতো বাঁধা যত লাল আর সাদা
ওরাই আমার  থতমত এই শহরে রডোডেন্ড্রন
তোমায় দিলাম আজ

কি আছে আর
গভীর রাতে নিয়ন আলোয় আলোকিত যত রেস্তোরা
সবথেকে উঁচু ফ্ল্যাট বাড়িটার সব থেকে উঁচু ছাদ
তোমায় দিলাম আজ

পারবোনা দিতে ঘাসফুল আর ধানের গন্ধ
স্নিগ্ধ যা কিছু দু হাত ভরে আজ
ফুসফুস খোঁজে পোড়া ডিজেলের আজন্ম আশ্বাস
তোমায় দিলাম আজ

শহরের কবিতা আর ছবি
সবই তোমায় দিলাম আজ

আর কিবা দিতে পারি
পুরোনো মিছিলের পুরোনো ট্রামেদের সারি
ফুটপাত ঘেষা বেলুন গাড়ি
সুতো বাঁধা যত লাল আর সাদা
ওরাই আমার  থতমত এই শহরে রডোডেন্ড্রন

তোমায় দিলাম.......