শনিবার, ৩১ আগস্ট, ২০১৩

ভূমি - ৮ : মন আমার চড়ুই পাখি

গানের শিরোনামঃ পাগল এই মন আমার
অ্যালবামঃ উড়ান
.............................................................

পাগল এক হৃদয় আমি থাকি না ঘরে
পাগল এক হৃদয় আমি থাকি না ঘরে
ঘুড়ি হয়ে উড়ে যায়, আলোর থেকেও জোরে যায়
ঘুড়ি হয়ে উড়ে যায়, আলোর থেকেও জোরে যায়
চোখ বুজে ভ্রমর আমার এমন মজা নাই রে

মন আমার ফড়িং হয়ে পদ্ম পাতায় বসে
মন আমার ফড়িং হয়ে পদ্ম পাতায় বসে
শিশিরের সাথে কেমন পিরিত করে মরে রে
পিরিত করে মরে
মন আমার ফড়িং হয়ে পদ্ম পাতায় বসে
শিশিরের সাথে কেমন পিরিত করে মরে রে
পিরিত করে মরে

পাগল এই শরীর আমার বড় রাস্তার মোড়ে
পাগল এই শরীর আমার বড় রাস্তার মোড়ে রে
ধূলো আর বালির সাথে ঘাম ঝরিয়ে পথ হারায়
ধূলো আর বালির সাথে ঘাম ঝরিয়ে পথ হারায়
দিগ্বিদিক শুন্য এই মানুষ সমুদ্দুরে রে

মন আমার এক ফালি চাঁদ মাঝবয়েসী রাতে
মন আমার এক ফালি চাঁদ মাঝবয়েসী রাতে
একটি তারার সাথে কেমন পিরিত করে মরে রে
পিরিত করে মরে
মন আমার এক ফালি চাঁদ মাঝবয়েসী রাতে
একটি তারার সাথে কেমন পিরিত করে মরে রে
পিরিত করে মরে

দারুণ এক ঘূর্ণি ঝড়ে অস্তিত্ব দোলে
দারুণ এক ঘূর্ণি ঝড়ে অস্তিত্ব দোলে রে
ভালো আর খারাপ মিশে একাকার গোলে পিষে
ভালো আর খারাপ মিশে একাকার গোলে পিষে
এলোমেলো লণ্ডভণ্ড কাণ্ডকারখানা রে তবু

মন আমার চড়ুই পাখি খেজুর গাছে বসে
মন আমার চড়ুই পাখি খেজুর গাছে বসে
মেঘগুলোরে ঠোঁটে নিয়ে খাঁচায় বন্দি করে রে
খাঁচায় বন্দি করে
মন আমার চড়ুই পাখি খেজুর গাছে বসে
মেঘগুলোরে ঠোঁটে নিয়ে খাঁচায় বন্দি করে রে
খাঁচায় বন্দি করে
মন আমার চড়ুই পাখি খেজুর গাছে বসে
মেঘগুলোরে ঠোঁটে নিয়ে খাঁচায় বন্দি করে রে
খাঁচায় বন্দি করে

মন আমার ফড়িং হয়ে পদ্ম পাতায় বসে
শিশিরের সাথে কেমন পিরিত করে মরে রে
পিরিত করে মরে
মন আমার এক ফালি চাঁদ মাঝবয়েসী রাতে
একটি তারার সাথে কেমন পিরিত করে মরে রে

পিরিত করে মরে

শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩

ভূমি - ৭ : কেন তারে এখনো চাইরে

গানের শিরোনামঃ আমি যারে চাইরে
অ্যালবামঃ পাল ছুটছে
......................................................

আমি যারে চাই রে
আমি যারে পেয়েও না পাই রে
আমি যারে চাই রে
আমি যারে পেয়েও না পাই রে
আমি যারে পেয়েও হারাইরে
কেন তারে এখনো চাইরে
আমি যারে চাই রে
আমি যারে পেয়েও না পাই রে

মেঘ জমে আকাশে
ঝড় ওঠে বাতাসে
নাও আছে মাঝি নাইরে
মেঘ জমে আকাশে
ঝড় ওঠে বাতাসে
নাও আছে মাঝি নাইরে

আমি যারে পেয়েও হারাইরে
কেন তারে এখনো চাইরে
আমি যারে চাই রে
আমি যারে পেয়েও না পাই রে

ঝিঁঝিঁ ডাকা রাতে
কেউ নেই সাথে
আমি একা জেগে বসে রই রে
ঝিঁঝিঁ ডাকা রাতে
কেউ নেই সাথে
আমি একা জেগে বসে রই রে

আমি যারে পেয়েও হারাইরে
কেন তারে এখনো চাইরে
আমি যারে চাই রে
আমি যারে পেয়েও না পাই রে


ভূমি - ৬ : বিঁধুক হাজার কাঁটা তবু গোলাপ আমার চাই

গানের শিরোনামঃ মধুর মধুর চাহনি
অ্যালবামঃ যাত্রা শুরু
....................................................

মধুর মধুর চাহনি রে তোর
কন্যা আমার হৃৎপিন্ড তিড়িং বিড়িং করে রে
মধুর মধুর চাহনি রে তোর
কন্যা আমার হৃৎপিন্ড তিড়িং বিড়িং করে রে
পিরিত আমার আম বাগানে বুক চাপড়ায় মরে রে
পিরিত আমার আম বাগানে বুক চাপড়ায় মরে রে
বেকা ঠোঁটের হাসি রে তোর
কন্যা আমার হৃৎপিন্ড তিড়িং বিড়িং করে রে
মধুর মধুর চাহনি রে তোর
কন্যা আমার হৃৎপিন্ড তিড়িং বিড়িং করে

কন্যা গেলি কৈ, ও কন্যা গেলি কৈ
আমি আমের আঁটির ভেপু নিয়ে কেষ্ট সেজে রই রে কন্যে
মধুর মধুর চাহনি রে তোর
কন্যা আমার হৃৎপিন্ড তিড়িং বিড়িং করে রে
মধুর মধুর চাহনি রে তোর
কন্যা আমার হৃৎপিন্ড তিড়িং বিড়িং করে রে

পেঁচা চেঁচায় আমায় দেখে বাদর দাঁত খেঁচায় রে
পেঁচা চেঁচায় আমায় দেখে বাদর দাঁত খেঁচায় রে
পেঁচা চেঁচায় আমায় দেখে
পেঁচা চেঁচায় আমায় দেখে বাদর দাঁত খেঁচায় রে কন্যে
স্বস্তি নাই, ও কন্যে স্বস্তি নাই
বিঁধুক হাজার কাঁটা তবু গোলাপ আমার চাই রে কন্যে
মধুর মধুর চাহনি রে তোর
কন্যা আমার হৃৎপিন্ড তিড়িং বিড়িং করে রে
মধুর মধুর চাহনি রে তোর
কন্যা আমার হৃৎপিন্ড তিড়িং বিড়িং করে রে

আমের ডালে ফাঁকে বসে কাঠবিড়ালি মুচকি হাসে
আমের ডালে ফাঁকে বসে কাঠবিড়ালি মুচকি হাসে
আমের ডালে ফাঁকে বসে
আমের ডালে ফাঁকে বসে কাঠবিড়ালি মুচকি হাসে
হলেম ছাই, ও কন্যে হলেম ছাই
আগুন লাগায় দিলি এবার কি করি উপায়
মধুর মধুর চাহনি রে তোর
কন্যা আমার হৃৎপিন্ড তিড়িং বিড়িং করে রে
মধুর মধুর চাহনি রে তোর
কন্যা আমার হৃৎপিন্ড তিড়িং বিড়িং করে রে

পিরিত আমার আম বাগানে বুক চাপড়ায় মরে রে
পিরিত আমার আম বাগানে বুক চাপড়ায় মরে রে
বেকা ঠোঁটের হাসি রে তোর
কন্যা আমার হৃৎপিন্ড তিড়িং বিড়িং করে রে
মধুর মধুর চাহনি রে তোর
কন্যা আমার হৃৎপিন্ড তিড়িং বিড়িং করে রে
মধুর মধুর চাহনি রে তোর
কন্যা আমার হৃৎপিন্ড তিড়িং বিড়িং করে রে

ভূমি - ৫ : সোনালী রূপলী আলো নদীর বুকে বাসা খোঁজে

গানের শিরোনামঃ কান্দে শুধু মন
অ্যা লবামঃ যাত্রা শুরু
.................................................

কান্দে শুধু মন কেন কান্দেরে
কান্দে শুধু মন কেন কান্দেরে
যখন সোনালী রূপলী আলো নদীর বুকে বাসা খোঁজে রে
যখন সোনালী রূপলী আলো নদীর বুকে বাসা খোঁজে রে
কান্দে শুধু মন কেন কান্দেরে
কান্দে শুধু মন কেন কান্দেরে
যখন সোনালী রূপলী আলো নদীর বুকে বাসা খোঁজে রে
যখন সোনালী রূপলী আলো নদীর বুকে বাসা খোঁজে রে

দক্ষিণা বাতাসের তোড়ে খয়রি ডিঙার পাল ওড়ে রে
দক্ষিণা বাতাসের তোড়ে খয়রি ডিঙার পাল ওড়ে রে
ঢেউ এর তালে নাচে ডিঙা ঝিলমিল নদীর কূলে আসি রে

কান্দে তবু মন কেন কান্দেরে
কান্দে তবু মন কেন কান্দেরে
যখন সোনালী রূপলী আলো নদীর বুকে বাসা খোজে রে
মানুষের স্বপন ঘুণে ধরা বৈঠা যেন দুমড়ায় মুচড়ায় যায় সব বন্ধুরে

কান্দে শুধু মন কেন কান্দেরে
কান্দে শুধু মন কেন কান্দেরে
যখন সোনালী রূপলী আলো নদীর বুকে বাসা খোজে রে
যখন সোনালী রূপলী আলো নদীর বুকে বাসা খোজে রে

দক্ষিণা বাতাসের তোড়ে খয়রি ডিঙার পাল ওড়ে রে
দক্ষিণা বাতাসের তোড়ে খয়রি ডিঙার পাল ওড়ে রে
ঢেউ এর তালে নাচে ডিঙা ঝিলমিল নদীর কূলে আসি রে

কান্দে তবু মন কেন কান্দেরে
কান্দে তবু মন কেন কান্দেরে
যখন সোনালী রূপলী আলো নদীর বুকে বাসা খোজে রে
মানুষের স্বপন ঘুণে ধরা বৈঠা যেন দুমড়ায় মুচড়ায় যায় সব বন্ধুরে

কান্দে শুধু মন কেন কান্দেরে
কান্দে শুধু মন কেন কান্দেরে
যখন সোনালী রূপলী আলো নদীর বুকে বাসা খোজে রে
যখন সোনালী রূপলী আলো নদীর বুকে বাসা খোজে রে

রবিবার, ২৫ আগস্ট, ২০১৩

ভূমি-৪ : তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই

গানের শিরোনামঃ বারান্দায় রোদ্দুর
অ্যালবামঃ যাত্রা শুরু
...................................................

বারান্দায় রোদ্দুর
আমি আরাম কেদারায় বসে দু-পা নাচাইরে
বারান্দায় রোদ্দুর
আমি আরাম কেদারায় বসে দু-পা নাচাইরে
গরম চায় চুমুক দিই
আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা ওল্টাইরে
কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি
কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি
দারোয়ান দাঁড়ায় এসে
তোমার দেখা নাই

তোমার দেখা নাই রে
তোমার দেখা নাই ....

চতুর্দিক আগোছাল
আমার কাজের লোক ডুব মেরেছে ধূলো বাড়িময়
চতুর্দিক আগোছাল
আমার কাজের লোক ডুব মেরেছে ধূলো বাড়িময়
ঘড়ড় ঘড় ফ্যানের ব্লেড
আমার ঘুলঘুলিতে চড়াই বসে যাত্রা শোনাই রে
কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি
কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি
দুধওয়ালার গোঁফে মাছি
তোমার দেখা নাই

তোমার দেখা নাই রে
তোমার দেখা নাই ....

টেবিলে মানি প্ল্যান্ট
শুধু মানির দেখা নাই গো আমার ফক্কা পকেট রে
টেবিলে মানি প্ল্যান্ট
শুধু মানির দেখা নাই গো আমার ফক্কা পকেট রে
বারান্দায় রোদ্দুর
আমি আরাম কেদারায় বসে দু-পা নাচাইরে
কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি
কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি
সেলসম্যান টাই গোছায়
তোমার দেখা নাই

তোমার দেখা নাই রে
তোমার দেখা নাই ..........

শনিবার, ২৪ আগস্ট, ২০১৩

ভূমি-৩ : আমি পারবো না, তোমায় ছাড়া পারবো না

গানের শিরোনামঃ চুপি চুপি
অ্যালবামঃ সুরজিৎ ও বন্ধুরা
.........................................

চুপি চুপি তুমি অন্য আকাশে
এদিকে ভোর আসে যায়
চুপি চুপি তুমি অন্য আকাশে
এদিকে ভোর আসে যায়
ঝাপসা জুঁই ফুল আফসা কুয়াশা
কিছু নিলাম হাওয়া স্বপ্নবুকে
গাড়ি দূর দূরে অজানা দুপুরে
এখনও তোমায় ছাড়া পারবো না
আমি পারবো না, পারবো না
এবারেও তোমায় ছাড়া পারবো না

একে একে গ্রাম একে একে মাঠ
একে একে পাড়া-গাঁ যায় পেরিয়ে
গুঁড়িসুড়ি ভোর নেমে আসে রোজ
ফেলে আসা ছবিগুলো ঠাঁই দাঁড়িয়ে
একে একে গ্রাম একে একে মাঠ
একে একে পাড়া-গাঁ যায় পেরিয়ে
গুঁড়িসুড়ি ভোর নেমে আসে রোজ
ফেলে আসা ছবিগুলো ঠাঁই দাঁড়িয়ে

অন্ধকার বাড়ে ধোয়াশায়
স্বপ্নমন হাওয়ায় উড়ে যায়
হয়ত বা কোন মোড় ঘুরে
গাড়ি দূর দূরে অজানা দুপুরে
এখনও তোমায় ছাড়া পারবো না
আমি পারবো না, পারবো না
এবারেও তোমায় ছাড়া পারবো না

ষোল আনা চাঁদ আলো ঘেরা রাত
ছাঁয়া ছাঁয়া স্মৃতিমেঘ যায় পেরিয়ে
পরবাসী মন শিশিরে এখন
দেখেও দেখে না যায় প্রায় হারিয়ে
ষোল আনা চাঁদ আলো ঘেরা রাত
ছাঁয়া ছাঁয়া স্মৃতিমেঘ যায় পেরিয়ে
পরবাসী মন শিশিরে এখন
দেখেও দেখে না যায় প্রায় হারিয়ে

গল্প সেই শুনলে পুরোটাই
বর্ষাকাল হতাশার সময় তাই
কি যে করি পথ ক্রোশ খানেক
গাড়ি দূর দূরে অজানা দুপুরে
এখনও তোমায় ছাড়া পারবো না
আমি পারবো না, পারবো না
এবারেও তোমায় ছাড়া পারবো না

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩

ভূমি-২ : আমার যে কি হবে? আমার কি হবে?

গানের শিরোনামঃ ওরম তাকিও না
অ্যালবামঃ পাল ছুটছে
...........................................

ওরম তাকিও না, আমি কেবলা হয়ে যাই
আমার চোখের ভাষা যায় হারিয়ে
আমার হৃদয় কাঁপে, পরিস্থিতির চাপে
তখন থেকে বোকার মত দাঁড়িয়ে
তুমি চায়ের কাপ হাতে, ব্যালকনিতে
আমায় নিয়ে ছেলেখেলা করো আবার
আমার পায়ে ঝি ঝি, আমি জ্ঞান হারিয়েছি
কখন যে বৃষ্টি নেমেছে জানি না
তুমি বৃষ্টি ভিজো না ঠাণ্ডা লেগে যাবে
পাগল হলে নাকি আর আমার কি হবে?
তুমি বৃষ্টি ভিজো না ঠাণ্ডা লেগে যাবে
পাগল হলে নাকি আর আমার কি হবে?
আমার যে কি হবে? আমার কি হবে?
আমার যে কি হবে? আমার কি হবে?

দিশেহারা জীবন আনমনা এ মন
এ কি সর্বনেশে চোখ তোমার হরিণী
আমার প্রাণে শুধু মরুভূমি ধুধু
দেখোনা এসে একটি বার ও রঙিনী
দিশেহারা জীবন আনমনা এ মন
এ কি সর্বনেশে চোখ তোমার হরিণী
আমার প্রাণে শুধু মরুভূমি ধুধু
দেখোনা এসে একটি বার ও রঙিনী
তুমি চশমা পরো না, ঐ চোখ ঢেকে যাবে
পাগল হলে নাকি আর আমার কি হবে?
তুমি চশমা পরো না, ঐ চোখ ঢেকে যাবে
পাগল হলে নাকি আর আমার কি হবে?
আমার যে কি হবে? আমার কি হবে?
আমার যে কি হবে?  কি হবে? হে হে

আমি শুধুই উদাস, জলজ্যান্ত লাশ
তোমার কথায় নিয়ে মাথায় সারাদিন
তুমি কেমন মেয়ে দেখো না তাও চেয়ে
হঠাৎ করে ঘরের ভেতরে হও বিলীন
আমি শুধুই উদাস, জলজ্যান্ত লাশ
তোমার কথায় নিয়ে মাথায় সারাদিন
তুমি কেমন মেয়ে দেখো না তাও চেয়ে
হঠাৎ করে ঘরের ভেতরে হও বিলীন
তুমি পর্দা টেনো না, আধাঁর নেমে যাবে
পাগল হলে নাকি আর আমার কি হবে?
তুমি পর্দা টেনো না, আধাঁর নেমে যাবে
পাগল হলে নাকি আর আমার কি হবে?
আমার যে কি হবে? আমার কি হবে? ...


ভূমি-১ : কন্যা তোমার ঠিকানা, লিখে দাও না

গানের শিরোনামঃ কোন রূপনগরে
অ্যালবামঃ সুরজিৎ ও বন্ধুরা
.................................................................

কোন রূপনগরে কন্যা তোমার বাড়ি
আমি তোমার দেশে দিতে চাই পাড়ি
কোন রূপনগরে কন্যা তোমার বাড়ি
আমি তোমার দেশে দিতে চাই পাড়ি

কন্যা তোমার ঠিকানা
আকাশে লিখে দাও না
আমি মেঘেদের থেকে নেব
চেয়ে চেয়ে
কন্যারে, কন্যারে
কন্যারে
কোন রুপনগরে কন্যা তোমার বাড়ি

কোন পক্ষীরাজে তুমি আছ বসে
আমি শঙ্খচিলের ডানায় ভেসে ভেসে
কোন পক্ষীরাজে তুমি আছ বসে
আমি শঙ্খচিলের ডানায় ভেসে ভেসে

কন্যা তোমার ঠিকানা
বাতাসে লিখে দাও না
আমি ফুলেদের থেকে নেব
চেয়ে চেয়ে
কন্যারে, কন্যারে
কন্যারে
কোন রুপনগরে কন্যা তোমার বাড়ি

আমি দিন সারাদিন
আমি রাত সারা রাত
তোমারই ইশারায়
আমি ছন্নছাড়া মেঘেদের আড়ালে নীলে নীল নীলিমায়
আমি অন্য কোন পৃথিবীর সীমান্তে দাঁড়িয়ে
আমি সব থেকে দূরের গ্রহদের বুকে আজ সব বাঁধা ছাড়িয়ে

কন্যা তোমার ঠিকানা
আঁধারে লিখে দাও না
আমি তারাদের থেকে নেব 
চেয়ে চেয়ে
কন্যারে, কন্যারে
কন্যারে
কোন রুপনগরে কন্যা তোমার বাড়ি
আমি তোমার দেশে দিতে চাই পাড়ি

কন্যা তোমার ঠিকানা
সাগরে লিখে দাও না
আমি ঢেউদের থেকে নেব
চেয়ে চেয়ে
কন্যারে, কন্যারে
কন্যারে
কোন রুপনগরে কন্যা তোমার বাড়ি

রবিবার, ১৮ আগস্ট, ২০১৩

গান ভালোবেসে গান-১৫ : অফিস টাইম (ঁ)

গানের শিরোনামঃ অফিস টাইম
অ্যালবামঃ আর জানি না
................................................

অফিস টাইম, বিশ্রী জ্যাম
বড্ড ভিড়, তুলকালাম
ঠ্যাং সরান, ভয় পামাল
গান্ধিবাদ, মিউচুয়াল
দিচ্ছি দৌড়, একটা দশ
হচ্ছে লেট, খেপছে বস

সেখানেই তোমাকে দেখতে পাওয়া
তোমাকে দেখতে পাওয়া
দেখতে পাওয়ার কোন scene নেই

এসাইনমেন্ট, পুলিশবিট
অনর্থক, বুলশিট
কোনটা ভুল, কোনটা ঠিক
দিচ্ছে জ্ঞান, রাজনীতিক
শব মিছিল, যায় ব্রিগেড
দেয় স্লোগান , give me rate

মিছিলে তোমাকে দেখতে পাওয়া
তোমাকে দেখতে পাওয়া
দেখতে পাওয়ার কোন scene নেই

প্রেস রিলিজ, চার মাতাল
পার্ক স্ট্রিট, টালমাটাল
ট্যাক্সি নেই, মধ্য রাত
হাত বাড়াই, একটা হাত
পৌঁছে দেয় অন্ধকার
অন্য বাড়ি, অন্য কার

সেখানে তোমাকে দেখতে পাওয়া
তোমাকে দেখতে পাওয়া
দেখতে পাওয়ার কোন scene নেই

তোমাকে দেখতে পাওয়া
তোমাকে দেখতে পাওয়া
দেখতে পাওয়ার কোন scene নেই

তোমাকে দেখতে পাওয়া
তোমাকে দেখতে পাওয়া
দেখতে পাওয়ার কোন scene নেই

তোমাকে দেখতে পাওয়া
তোমাকে দেখতে পাওয়া
দেখতে পাওয়ার কোন scene নেই


শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৩

গান ভালোবেসে গান-১৪ : বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায় (ঁ)

গানের শিরোনামঃ বন্ধু তোমায়
অ্যালবামঃ গাধা
.............................................

ছেড়া ঘুড়ি, রঙিন বল
এইটুকুই সম্বল
আর ছিল রোদ্দুরে পাওয়া বিকেলবেলা
বাজেবকা রাত্রি দিন
এস্টেরিস টিনটিন
এলোমেলো কথা উড়ে যেত হাসির ঠেলায়

সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে
সবার অলক্ষ্যতে তুমিও কি ছিলে
সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে
সবার অলক্ষ্যতে তুমিও কি ছিলে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়

গল্পের মত, ইশকুল বাড়ি
জমে ওঠা ক্ষত, খেলবোনা আড়ি
গল্পের মত, ইশকুল বাড়ি
জমে ওঠা ক্ষত, খেলবোনা আড়ি
সে খেলা কানাগলি রোজ চুপিসারে
এবং আগুন ছিল লাস্ট কাউন্টারে
সে খেলা কানাগলি রোজ চুপিসারে
এবং আগুন ছিল লাস্ট কাউন্টারে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়

বইমেলা ধূলো গার্গি শ্রেয়সী
চেনা মুখগুলো পরিচিত হাসি
বইমেলা ধূলো গার্গি শ্রেয়সী
চেনা মুখগুলো পরিচিত হাসি
সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে
সাহসী চুম্বন আজও পারেনি সে
সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে
সাহসী চুম্বন আজও পারেনি সে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়

ছেড়া ছবি, স্ফটিক জল
এইটুকু সম্বল
বাদবাকি রোদ চলে যাওয়া বিকেল বেলা
একঘেয়ে ক্লান্ত দিন
কম্পোজ অ্যাস্পেরিন
যানজটে দেরি হয়ে গেল বিকাল বেলা

মরা মাছের চোখ যায় যদ্দুরে
শুকানো জলছবি আজও রোদ্দুরে
মরা মাছের চোখ যায় যদ্দুরে
শুকানো জলছবি আজও রোদ্দুরে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়
আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়

বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়  ........

বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৩

গান ভালোবেসে গান-১৩ : সারা রাত ধরে হবে আড্ডা (ঁ)

গানের শিরোনামঃ আড্ডা
অ্যালবামঃ ত্বকের যত্ন নিন

.......................................

টালিগঞ্জ স্টেশনের কাছে
বন্ধুরা জড়ো হয়ে আছে আজ
সারা রাত ধরে হবে আড্ডা
টালিগঞ্জ স্টেশনের কাছে
বন্ধুরা জড়ো হয়ে আছে আজ
সারা রাত ধরে হবে আড্ডা
হু হু হু ......
রাত জাগা সেই আড্ডা
হু হু হু ......
রাত জাগা সেই আড্ডা

শরীরের আনাচে কানাচে
যে যেখানে যাকে ছুঁয়ে আছে আজ
সারা রাত ধরে হবে আড্ডা
হু হু হু ......
রাত জাগা সেই আড্ডা
হু হু হু ......
রাত জাগা সেই আড্ডা

চেনা চেনা বাড়িগুলো
ভেজা ভেজা চোখ মেলে
সদর দরজা খুলে
সাড়া দাও এ ছেলে ডাক
পিছু ডাক

চুন খসা কল ঘরে
বালতি উপচে পড়ে
এখানে বৃষ্টি ঝরে
আকাশের গায়ে পড়ে
তোমার রাত পোশাক

কার ইশারাতে
এই ঝড়-জল রাতে
তুমি হাঁটো ফুটপাতে
কার ইশারাতে
এই ঝড়-জল রাতে
তুমি হাঁটো ফুটপাতে
হু হু হু......
ঝোড়ো হাওয়া সেই আড্ডা
হু হু হু......
ঝোড়ো হাওয়া সেই আড্ডা

আলো কেউ জ্বালেনি সেখানে
কে যে কার প্রেমিকাকে জানে আজ
সারারাত ধরে হবে আড্ডা
হু হু হু......
ছুঁয়ে ছুঁয়ে থাকা আড্ডা
হু হু হু......
ছুঁয়ে ছুঁয়ে থাকা আড্ডা

নদীর গল্প কথা পাহাড়ি রাস্তা জুড়ে
গিয়েছে বছর ঘুরে পুরোনো ক্যালেন্ডার মাস
মধু মাস
অফিস কাছারি বাড়ি সাইনবোর্ডের লেখা
শহুরে ভর দুপুরে আসলে ভীষণ একা পাস
টার্মিনাস

পথ আঁকাবাঁকা যতদূর যায় দেখা শুধু মরীচিকা
পথ আঁকাবাঁকা যতদূর যায় দেখা শুধু মরীচিকা
হু হু হু......
ফেলে আসা সেই আড্ডা
হু হু হু......
ভেঙে যাওয়া সেই আড্ডা

ভাঙে ঘর যার নিশিডাকে
শরীর খুঁজব বলে তাকে আজ
সারা রাত হবে আড্ডা

হু হু হু......
খুঁজে খুঁজে ফিরি আড্ডা ....