শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩

ভূমি - ৬ : বিঁধুক হাজার কাঁটা তবু গোলাপ আমার চাই

গানের শিরোনামঃ মধুর মধুর চাহনি
অ্যালবামঃ যাত্রা শুরু
....................................................

মধুর মধুর চাহনি রে তোর
কন্যা আমার হৃৎপিন্ড তিড়িং বিড়িং করে রে
মধুর মধুর চাহনি রে তোর
কন্যা আমার হৃৎপিন্ড তিড়িং বিড়িং করে রে
পিরিত আমার আম বাগানে বুক চাপড়ায় মরে রে
পিরিত আমার আম বাগানে বুক চাপড়ায় মরে রে
বেকা ঠোঁটের হাসি রে তোর
কন্যা আমার হৃৎপিন্ড তিড়িং বিড়িং করে রে
মধুর মধুর চাহনি রে তোর
কন্যা আমার হৃৎপিন্ড তিড়িং বিড়িং করে

কন্যা গেলি কৈ, ও কন্যা গেলি কৈ
আমি আমের আঁটির ভেপু নিয়ে কেষ্ট সেজে রই রে কন্যে
মধুর মধুর চাহনি রে তোর
কন্যা আমার হৃৎপিন্ড তিড়িং বিড়িং করে রে
মধুর মধুর চাহনি রে তোর
কন্যা আমার হৃৎপিন্ড তিড়িং বিড়িং করে রে

পেঁচা চেঁচায় আমায় দেখে বাদর দাঁত খেঁচায় রে
পেঁচা চেঁচায় আমায় দেখে বাদর দাঁত খেঁচায় রে
পেঁচা চেঁচায় আমায় দেখে
পেঁচা চেঁচায় আমায় দেখে বাদর দাঁত খেঁচায় রে কন্যে
স্বস্তি নাই, ও কন্যে স্বস্তি নাই
বিঁধুক হাজার কাঁটা তবু গোলাপ আমার চাই রে কন্যে
মধুর মধুর চাহনি রে তোর
কন্যা আমার হৃৎপিন্ড তিড়িং বিড়িং করে রে
মধুর মধুর চাহনি রে তোর
কন্যা আমার হৃৎপিন্ড তিড়িং বিড়িং করে রে

আমের ডালে ফাঁকে বসে কাঠবিড়ালি মুচকি হাসে
আমের ডালে ফাঁকে বসে কাঠবিড়ালি মুচকি হাসে
আমের ডালে ফাঁকে বসে
আমের ডালে ফাঁকে বসে কাঠবিড়ালি মুচকি হাসে
হলেম ছাই, ও কন্যে হলেম ছাই
আগুন লাগায় দিলি এবার কি করি উপায়
মধুর মধুর চাহনি রে তোর
কন্যা আমার হৃৎপিন্ড তিড়িং বিড়িং করে রে
মধুর মধুর চাহনি রে তোর
কন্যা আমার হৃৎপিন্ড তিড়িং বিড়িং করে রে

পিরিত আমার আম বাগানে বুক চাপড়ায় মরে রে
পিরিত আমার আম বাগানে বুক চাপড়ায় মরে রে
বেকা ঠোঁটের হাসি রে তোর
কন্যা আমার হৃৎপিন্ড তিড়িং বিড়িং করে রে
মধুর মধুর চাহনি রে তোর
কন্যা আমার হৃৎপিন্ড তিড়িং বিড়িং করে রে
মধুর মধুর চাহনি রে তোর
কন্যা আমার হৃৎপিন্ড তিড়িং বিড়িং করে রে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন