সোমবার, ১ জুলাই, ২০১৩

গান ভালোবেসে গান-১ : মধ্যবিত্ত ভীরু প্রেম (ঁ)

গানের শিরোনামঃ উঠে যাওয়া সিঁড়ি
অ্যালবামঃ U/A
.........................................................

উঠে যাওয়া সিঁড়ি টিমটিমে আলো
ছেড়া চটি-জুতো ছেড়ে রাখা তোমার দরজায়
দিন যায় দিন আনি সবেধন টিউশনি
পদাবলি পাশে খুলে রাখা প্রথম পর্যায়

উঠে যাওয়া সিঁড়ি টিমটিমে আলো
ছেড়া চটি-জুতো ছেড়ে রাখা তোমার দরজায়
দিন যায় দিন আনি সবেধন টিউশনি
পদাবলি পাশে খুলে রাখা প্রথম পর্যায় 

হাঁটছে দিন, কাটছে দিন তিন দিন সাপ্তাহিক
কমছে দিন গুনছে  দিন এন্টেনা তিন শালিক
হাঁটছে দিন, কাটছে দিন তিন দিন সাপ্তাহিক
কমছে দিন গুনছে  দিন এন্টেনা তিন শালিক 

যে অসুখ ছিল চোরাবালি দিয়ে ঢাকা
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম তোমার কাছে রাখা ...

উঠে এলো আলো হাতে চা চলকালো
চাঁদ বুঝি আজ প্রতিপদে পড়ল বেঘোরে
ওড়ো চিলেকোঠা ছাদে ইতিহাস আহ্লাদে
তুমি আমি ইল-তুৎমিস বন্দী এ ঘরে

ভর দুপুর মাঝ পুকুর ডুবজল ঘোর বিপদ
নীলচে খাম গা ছম ছম ভূত লেখে চর্যাপদ
ভর দুপুর, মাঝ পুকুর ডুবজল ঘোর বিপদ
নীলচে খাম গা ছম ছম ভূত লেখে চর্যাপদ

সে বিপদ ছিল চোরাবালি দিয়ে ঢাকা
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম টেষ্ট পেপারে রাখা ...

কানাগলির ভিতর রঙিন ইস্টিশন
কিছু উৎপাদক আজ না হোক বিশ্লেষণ
আমার আগুন ভয় ভীষণ
ন্যালা ক্ষ্যাপা এই জীবন
বুকে মোমের আলোয় গলছে লাল রিবণ

দিন ছুয়ে যায় রাত রাত ছুয়ে যায় হাত
হাত ছুলে যায় জাত জাত ছুলে পদ্মকাঁটা বিঁধে
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম গোপন কালশিটে ...

ছেড়া পর্দায় উঁকি কেবিনের আঁকিবুকি
মুখ নিচু আহত দু চোখ বলেছিল কি যে

এতো আখছার ঘটে সাদা কালো লং শটে
খালি পায়ে কেউ বাড়ি ফেরে বৃষ্টিতে ভিজে

হাঁটতে থাক দুর্বিপাক মিছিলের ক্লান্ত মুখ
নিম্ন চাপ খুচরো পাপ ছোঁয়াচে অসুখ
হাঁটতে থাক দুর্বিপাক মিছিলের ক্লান্ত মুখ
নিম্ন চাপ খুচরো পাপ ছোঁয়াচে অসুখ

সে ছোঁয়া ছিল চোরাবালি দিয়ে ঢাকা
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম তোমার কাছে রাখা ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন