সোমবার, ১৫ জুলাই, ২০১৩

গান ভালোবেসে গান-৪ : দুপুরের খামোখা খেয়াল (ঁ)

গানের শিরোনামঃ দুপুরের খামোখা খেয়াল
অ্যালবামঃ আর জানি না
...........................................

দুপুরের খামোখা খেয়াল
ভাঙা তাক পুরোনো দেয়াল
দুপুরের খামোখা খেয়াল
ভাঙা তাক পুরোনো দেয়াল
খুঁজে পাওয়া বই জানতে চায়
বান্ধবী আছে কে কোথায়?
খুঁজে পাওয়া বই জানতে চায়
বান্ধবী আছে কে কোথায়?

ধূলো লাগা চেনা বই সব
হাতড়ায় কে না শৈশব
ধূলো লাগা চেনা বই সব
ভালোবাসে কে না শৈশব
এক আকাশ ভর্তি অভিমান
কোনদিন গাইবো না যে গান
এক আকাশ ভর্তি অভিমান
কোনদিন গাইবো না যে গান

খুঁজে পাওয়া বই রাত জাগা চোখ
আমি পড়বোই যন্ত্রনা হোক
খুঁজে পাওয়া বই রাত জাগা চোখ
আমি পড়বোই যন্ত্রনা হোক যন্ত্রনা হোক

কখনোই পাত্তা দাওনি যাকে
গোপনীয় আজও বইয়ের ফাঁকে
কখনোই পাত্তা দাওনি যাকে
গোপনীয় আজও বইয়ের ফাঁকে
ভালবাসা বিবর্ণ পালকে
ভালবাসা বিবর্ণ পালকে

ভালো থেকো শুভ জন্মদিন
লেখাগুলো আজও অমলিন
ভালো থেকো শুভ জন্মদিন
লেখাগুলো আজও অমলিন
বেখেয়ালে খুঁজে পাওয়া বই
ভালো আর থাকতে দিচ্ছে কৈ
বেখেয়ালে খুঁজে পাওয়া বই
ভালো আর থাকতে দিচ্ছে কৈ

বৃষ্টির জলে ধোয়া ছাদ
ভুল করে ছুঁয়ে দেওয়া হাত
বৃষ্টির জলে ধোয়া ছাদ
ভুল করে ছুঁয়ে দেওয়া হাত
এখনো কি ভুল করে তুই
একা একা ভাব্বোনা কিছুই
এখনো কি ভুল করে তুই
একা একা ভাব্বোনা কিছুই

শুধু আদরের ছিল অঙ্গীকার
যদি একটুও আর একটি বার
শুধু আদরের ছিল অঙ্গীকার
যদি একটুও আর একটি বার
একদিন গোধূলী আলোকে
খেলেছিল উদাসী বালকে
একদিন গোধূলী আলোকে
খেলেছিল উদাসী বালকে

সেদিনের সোনালী পালকে ......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন