শুক্রবার, ১৯ জুলাই, ২০১৩

গান ভালোবেসে গান-৫ : তোমারই সামনে নতজানু আমি (ঁ)

গানের শিরোনামঃ নতজানু
অ্যালবামঃ গাধা
...........................................

তোমারই সামনে নতজানু আমি দুই হাত প্রসারিত
তোমারই সামনে নতজানু আমি দুই হাত প্রসারিত
যদি অস্ফুটে ভালোবাসা ঠোঁট আড়ালেতে ডেকে নিত
যদি অস্ফুটে ভালোবাসা ঠোঁট আড়ালেতে ডেকে নিত

রোদ্দুর মাখা হৈ হুল্লোড়ে অকারণ কিছু শব্দের ভিড়ে
আড়ালেতে ডেকে নিত আড়ালেতে ডেকে নিত
জমে ওঠা সেই আড্ডার মাঝে শীতে কেঁপে উঠা বোবা ছেলেটিকে
আড়ালেতে ডেকে নিত আড়ালেতে ডেকে নিত
মাফলার ঢাকা চুপকথা গুলো নিমিষেই তবে হয়ে যেত রূপকথা
মাফলার ঢাকা চুপকথা গুলো নিমিষেই তবে হয়ে যেত রূপকথা

তোমারই সামনে নতজানু আমি দুই হাত প্রসারিত
তোমারই সামনে নতজানু আমি দুই হাত প্রসারিত
যদি ভোরবেলা ভালোবাসা হাত চিরকুট রেখে দিত
যদি ভোরবেলা ভালোবাসা হাত চিরকুট রেখে দিত
সেই চিরকুটে কোন খড়কুঁটো আস্তানা হতো পাখিদের ঠোঁটে
আড়ালেতে ডেকে নিত আড়ালেতে ডেকে নিত

সাহস যোগাত সেই ছেলেটিকে একটুকু ছুঁলে ভয় পেয়ে ওঠে
আড়ালেতে ডেকে নিত আড়ালেতে ডেকে নিত
চুলে বিলি কাটা চুপকথা গুলো নিমিষেই তবে হয়ে যেত রূপকথা
চুলে বিলি কাটা চুপকথা গুলো নিমিষেই তবে হয়ে যেত রূপকথা

কপালেতে চুল পরে আলগোছে আহা সে বেচারি ঘুমিয়ে পড়েছে
আড়ালেতে ডেকে নিত আড়ালেতে ডেকে নিত
ডেকে দেওয়া যেত কোন অজুহাতে আমারও যে কিছু বলবার আছে
আড়ালেতে ডেকে নিত আড়ালেতে ডেকে নিত
চোখ ছুঁয়ে বলা চুপকথা গুলো নিমিষেই তবে হয়ে যেত রূপকথা
মাফলার ঢাকা চুপকথা গুলো নিমিষেই তবে হয়ে যেত রূপকথা
চুলে বিলি কাটা চুপকথা গুলো নিমিষেই তবে হয়ে যেত রূপকথা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন