শুক্রবার, ২৬ জুলাই, ২০১৩

গান ভালোবেসে গান-৮ : দু'চোখের নীরবতা নিয়ে যায় কি বারতা (ঁ)

গানের শিরোনামঃ মৌন মুখরতা
অ্যালবামঃ আর জানি না
....................................................

ক্ষণিকের এই স্তব্ধতা দৃষ্টির নিবদ্ধতা
এলোমেলো হাওয়া চুলগুলো নিয়মিত অবাধ্যতা
আঙুলের ফাঁকে চারমিনার কেবিনের মাঝে অন্ধকার
আঙুলের ফাঁকে চারমিনার কেবিনের মাঝে অন্ধকার
তবুও মনের আড়ালেই রয়ে যায় যে কথা
মৌন মুখরতা

এত কাছে তবু অচেনা মুখে আজ কিছু রোচে না
বাড়ালেই হাত পাওয়া যায় সংশয় তবু ঘোচে না
হতে পারে এটা অভিনয় তবু এইটুকু মন্দ নয়
হতে পারে এটা অভিনয় তবু এইটুকু মন্দ নয়
এখনও হাত বাড়ালেই পাওয়া যায় ছোঁয়া যায়
আঙুলের পেলোবতা

সম্মতির প্রত্যাশায় ইনটিউশন চমকে যায়
যদি গড়ি এক তাজমহল এঁকে নেব এক কবিতায়
আমারই চোখে মিষ্টি সে রিমঝিম ঝিম বৃষ্টি সে
আমারই চোখে মিষ্টি সে রিমঝিম ঝিম বৃষ্টি সে
তবুও সে যে না বলাই থাকে হায়
বোঝা যায়

দু'চোখের নীরবতা নিয়ে যায় কি বারতা
মৌন মুখরতা


*** এই গানটি ইংলিশ গান "The Sound of Silence" এর অনুকরণে করা। ইংলিশ গানের শিল্পী "Simon and Garfunkel"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন