বুধবার, ৩১ জুলাই, ২০১৩

গান ভালোবেসে গান-১২ : এখানে কথারা বারণ (ঁ)

গানের শিরোনামঃ চুপ
আলব্যামঃ নয়
..................................

কোনো কথা নেই
কোনো শব্দ নেই
না কোনো অর্থ নেই
কারো কোনো শর্ত নেই
কারণ
এখানে কথারা বারণ

ইশশ  চুপ ....

না না না ...... নাই ......

কোনো গল্প নেই
কোনো স্বপ্ন নেই
কোনো স্পর্শ নেই
সংঘর্ষ নেই
কারণ
এখানে গল্পেরা বারণ

ইশশ  চুপ ....

এখানে ভাঙাচোরা পথে হেঁটে মিছিলেরা সরে গেছে মরে গেছে আস্ফালন
এখানে গাছেদের গায়ে গায়ে ঝোলানো নোটিশ বোর্ডে লেখা আছে নীরবতা পালন

কোনো পাখি নেই
খড় কুটো বাকি নেই
কোনো ইচ্ছে নেই
প্রেম-টেম বিচ্ছেদেই
কারণ
এখানে পাখিরা বারণ

ইশশ  চুপ ....

না না না ..... নাই .......

মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৩

গান ভালোবেসে গান-১১ : আদরের নৌকো (ঁ)

গানের শিরোনামঃ আদরের নৌ্কো
অ্যালবামঃ চ
..................................................

ভেসে যায় আদরের নৌকো
তোমাদের ঘুম ভাঙে কোলকাতায়
হ্যালোজেন বৃষ্টিকে রং লিখে ঘর পাঠায়
ভিখিরিরা স্বপ্ন পায়
তুষার এর রাজধানী ধুয়ে যায় জ্যোৎস্নায়

ধুয়ে যায় আদরের পথ-ঘাট
ভেসে যায় আরামের অঞ্চল
রেলিংয়ের ঘুম ঘোরে টুপ করে কাঁদলো জল
ডানা ভাঙা একলা কাক
পথ ভেসে থাক একলাটি থাক

এ জন্মের রেলগাড়িরা যায়
জলপরী হোক ধূলো হাওয়ায়
হাওয়া কে সে আঁকে তার ডানায়
এই নরম চুল ধূলোর ফুল যায় ভেসে যায়

ভেসে যায় আদরের নৌকো
ভেসে যায় সোহাগের সাম্পান
সিগারেট টুকরোরা মুখচোরা শিখছে স্নান
নুড়ি ঘেরা বালির স্তুপ
জোনাকির রূপ বুকে নিয়ে চুপ

এ জন্মের রেলগাড়িরা যায়
জলপরী হোক ধূলো হাওয়ায়
হাওয়া কে সে আঁকে তার ডানায়
এই নরম চুল ধূলোর ফুল
যায় ভেসে যায়

ভেসে যায় আদরের নৌকো
তোমাদের ঘুম ভাঙে কোলকাতায়
হ্যালোজেন বৃষ্টিকে রং লিখে ঘর পাঠায়
ভিকিরিরা স্বপ্ন পায়
তুষার এর রাজধানী ধুয়ে যায় জ্যোৎস্নায়

সোমবার, ২৯ জুলাই, ২০১৩

গান ভালোবেসে গান-১০ : বাস স্টপে কেউ নেই কোথাও (ঁ)

গানের শিরোনামঃ বাস স্টপে কেউ নেই কোথাও
অ্যালবামঃ ডাকনাম
........................................................................


চলে যাচ্ছে দিন ঠিক পাঁচটা তিন প্রায় অন্ধকার
বাস স্টপে কেউ নেই কোথাও
চলে যাচ্ছে দিন ঠিক পাঁচটা তিন প্রায় অন্ধকার
বাস স্টপে কেউ নেই কোথাও
কিছু মেষশাবক দু'টো উটকো লোক হলো রাস্তা পার
বাস স্টপে কেউ নেই কোথাও
কিছু মেষশাবক দু'টো উটকো লোক হলো রাস্তা পার
বাস স্টপে কেউ নেই কোথাও

অনেক দিন ভোলা রেডিও এ অনুরোধের গান
সন্ধ্যের শশান, ডাক দেয় আযান চায়ের দোকান
আ হা .....

নীল পাখির ঝাঁক ওরা বৃষ্টি পাক বেঁচে-বর্তে থাক
বাস স্টপে কেউ নেই কোথাও
নীল পাখির ঝাঁক ওরা বৃষ্টি পাক বেঁচে-বর্তে থাক
বাস স্টপে কেউ নেই কোথাও

ফেরিওয়ালাটা থেমে যায় দূরে চুপ করে
জলের নকশা কাটে রোদ্দুরে
ফেরিওয়ালাটা থেমে যায় দূরে চুপ করে
জলের নকশা কাটে রোদ্দুরে
জলের নকশা কাটে রোদ্দুরে
জলের নকশা কাটে রোদ্দুরে
আ হা ......

সোয়া ঘন্টা দুই দলছুট চড়ুই কবে আসবি তুই
বাস স্টপে কেউ নেই কোথাও
সোয়া ঘন্টা দুই দলছুট চড়ুই কবে আসবি তুই
বাস স্টপে কেউ নেই কোথাও

কেউ নেই কোথাও .....

রবিবার, ২৮ জুলাই, ২০১৩

গান ভালোবেসে গান-৯ : আমি যে রিক্সাওয়ালা (ঁ)

গানের শিরোনামঃ আমি যে রিক্সাওয়ালা
অ্যালবামঃ ত্বকের যত্ন নিন
..............................................................

আমি যে রিস্কাওয়ালা দিন কি এমন যাবে
বলি কি ও মাধবী তুমি কি আমার হবে
আমি যে রিস্কাওয়ালা
আমি যে রিস্কাওয়ালা দিন কি এমন যাবে
বলি কি ও মাধবী তুমি কি আমার হবে
আমি যে রিস্কাওয়ালা

আকাশে সূর্য ওঠে পুকুরে পদ্ম ফোটে
আকাশে সূর্য ওঠে গো
আকাশে সূর্য ওঠে পুকুরে পদ্ম ফোটে
হৃদয়ে কুটনো কোটে অসহ মদন জ্বালা
আমি যে রিস্কাওয়ালা
আমি যে রিস্কাওয়ালা দিন কি এমন যাবে
বরাবর পাগলা ভোলা নিশিদিন ফুল কুড়াবে
আমি যে রিস্কাওয়ালা

দিন যায় সন্ধ্যে ঢলে গরুতে হাম্বা বলে
দিন যায় সন্ধ্যে ঢলে গরুতে হাম্বা বলে
জ্বলেলে পাড়ার কলে তুমি হও চাঁদের কণা
আমি যে রিস্কাসোনা
আমি যে রিস্কাসোনা দিন কি এমন যাবে
সকালে ভাত খাবো না, রাতে রাত আমায় খাবে
আমি যে রিস্কাওয়ালা

জলে যায় জলের পোকা স্কুলে যায় কোলের খোকা
জলে যায় জলের পোকা
ওহ ওহ ওহ.........
জলে যায় জলের পোকা স্কুলে যায় কোলের খোকা
বসে রয় হদ্দ বোকা দু'চোখে তোমার ছবি
আমি যে রিস্কা কবি গো
আমি যে রিস্কা কবি, দিন কি এমন যাবে
বলি কি হে মাধবী তুমি আর আসবে কবে
আমি যে রিস্কাওয়ালা ....

শুক্রবার, ২৬ জুলাই, ২০১৩

গান ভালোবেসে গান-৮ : দু'চোখের নীরবতা নিয়ে যায় কি বারতা (ঁ)

গানের শিরোনামঃ মৌন মুখরতা
অ্যালবামঃ আর জানি না
....................................................

ক্ষণিকের এই স্তব্ধতা দৃষ্টির নিবদ্ধতা
এলোমেলো হাওয়া চুলগুলো নিয়মিত অবাধ্যতা
আঙুলের ফাঁকে চারমিনার কেবিনের মাঝে অন্ধকার
আঙুলের ফাঁকে চারমিনার কেবিনের মাঝে অন্ধকার
তবুও মনের আড়ালেই রয়ে যায় যে কথা
মৌন মুখরতা

এত কাছে তবু অচেনা মুখে আজ কিছু রোচে না
বাড়ালেই হাত পাওয়া যায় সংশয় তবু ঘোচে না
হতে পারে এটা অভিনয় তবু এইটুকু মন্দ নয়
হতে পারে এটা অভিনয় তবু এইটুকু মন্দ নয়
এখনও হাত বাড়ালেই পাওয়া যায় ছোঁয়া যায়
আঙুলের পেলোবতা

সম্মতির প্রত্যাশায় ইনটিউশন চমকে যায়
যদি গড়ি এক তাজমহল এঁকে নেব এক কবিতায়
আমারই চোখে মিষ্টি সে রিমঝিম ঝিম বৃষ্টি সে
আমারই চোখে মিষ্টি সে রিমঝিম ঝিম বৃষ্টি সে
তবুও সে যে না বলাই থাকে হায়
বোঝা যায়

দু'চোখের নীরবতা নিয়ে যায় কি বারতা
মৌন মুখরতা


*** এই গানটি ইংলিশ গান "The Sound of Silence" এর অনুকরণে করা। ইংলিশ গানের শিল্পী "Simon and Garfunkel"

গান ভালোবেসে গান-৭ : আমার রাত জাগা তারা (ঁ)

গানের শিরোনামঃ  ভিনদেশী তারা
অ্যালবামঃ  চ
........................................................

আমার ভিনদেশী তারা একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধ্যে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে
আমার রাত জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি
আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনাড়ি

আমার আকাশ দেখা ঘুড়ি কিছু মিথ্যে বাহাদুরি
আমার আকাশ দেখা ঘুড়ি কিছু মিথ্যে বাহাদুরি
আমার চোখ বেঁধে দাও আলো দাও শান্ত শীতল পাটি
তুমি মায়ের মতোই ভালো আমি একলাটি পথ হাঁটি
আমার বিচ্ছিরি এক তারা তুমি নাও না কথা কানে
তোমার কিসের এত তাড়া রাস্তা পার হবে সাবধানে

তোমার গায় লাগে না ধূলো আমার দু মুঠো চাল চুলো
তোমার গায় লাগে না ধূলো আমার দু মুঠো চাল চুলো
রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে
প্লিজ ঘুম হয়ে যাও চোখে আমার মন খারাপের রাতে

আমার রাত জাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাইনা ছুঁতে তোমায় আমার একলা লাগে ভারী
আমার রাত জাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাইনা ছুঁতে তোমায় আমার একলা লাগে ভারী

মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৩

গান ভালোবেসে গান - ৬ : মন রে ঘুমের গোপনে তোমাকে আবার ডাকলাম (ঁ)

গানের শিরোনামঃ মন
অ্যালবামঃ জুজু
.......................................

মন, হাওয়ায় পেয়েছি তোর নাম
মন, হাওয়ায় হারিয়ে ফেললাম
মন, হাওয়ায় পেয়েছি তোর নাম
মন, হাওয়ায় হারিয়ে ফেললাম

হাওয়া দিল শির শিরানিটা হাওয়া দিল ডানা
হাওয়া দিল ছেড়া স্যান্ডেল ভুল ঠিকানা
হাওয়া দিল শির শিরানিটা হাওয়া দিল ডানা
হাওয়া দিল ছেড়া স্যান্ডেল ভুল ঠিকানা
মন রে হলুদ আলোয় হাওয়ার আবীর মাখলাম
হে হে হে  ...

মন, আলেয়া পোড়ালো খালি হাত
মন, জাগেনা জাগেনা সারা রাত
মন, আলেয়া পোড়ালো খালি হাত
মন, জাগেনা জাগেনা সারা রাত

জেগে থাকে ঘুম পাহাড়ের মন কেমন আলো
দূরদেশে ফিকে হওয়া রাত ডাক পাঠালো
জেগে থাকে ঘুম পাহাড়ের মন কেমন আলো
দূরদেশে ফিকে হওয়া রাত ডাক পাঠালো
মন রে ঘুমের গোপনে তোমাকে আবার ডাকলাম
হে হে হে  ...

আদরের ডাক যদি মুছে
এই নাও কিছু ঘুম পাড়ানি গান আলগোছে
বোঝনা এটুকু শিলালিপি
মন রে ব্যাথার আদরে অবুঝ আঙ্গুল রাখলাম
হে হে হে ...

মন, বুকের ভিতরে যে নরম
মন, ছুঁয়ো না ছুয়ো না এরকম
মন, বুকের ভিতরে যে নরম
মন, ছুঁয়ো না ছুয়ো না এরকম

ছুয়ে দিলে বুক কুরে কুরে খায় সোনা পোকা
বেপাড়ায় কাঁদবেনা এ মা ছি: ছি: বোকা
ছুয়ে দিলে বুক কুরে কুরে খায় সোনা পোকা
বেপাড়ায় কাঁদবেনা এ মা ছি: ছি: বোকা
মন রে নাহয় পকেটে খুচরো পাথর রাখলাম
হে হে হে ...

শুক্রবার, ১৯ জুলাই, ২০১৩

গান ভালোবেসে গান-৫ : তোমারই সামনে নতজানু আমি (ঁ)

গানের শিরোনামঃ নতজানু
অ্যালবামঃ গাধা
...........................................

তোমারই সামনে নতজানু আমি দুই হাত প্রসারিত
তোমারই সামনে নতজানু আমি দুই হাত প্রসারিত
যদি অস্ফুটে ভালোবাসা ঠোঁট আড়ালেতে ডেকে নিত
যদি অস্ফুটে ভালোবাসা ঠোঁট আড়ালেতে ডেকে নিত

রোদ্দুর মাখা হৈ হুল্লোড়ে অকারণ কিছু শব্দের ভিড়ে
আড়ালেতে ডেকে নিত আড়ালেতে ডেকে নিত
জমে ওঠা সেই আড্ডার মাঝে শীতে কেঁপে উঠা বোবা ছেলেটিকে
আড়ালেতে ডেকে নিত আড়ালেতে ডেকে নিত
মাফলার ঢাকা চুপকথা গুলো নিমিষেই তবে হয়ে যেত রূপকথা
মাফলার ঢাকা চুপকথা গুলো নিমিষেই তবে হয়ে যেত রূপকথা

তোমারই সামনে নতজানু আমি দুই হাত প্রসারিত
তোমারই সামনে নতজানু আমি দুই হাত প্রসারিত
যদি ভোরবেলা ভালোবাসা হাত চিরকুট রেখে দিত
যদি ভোরবেলা ভালোবাসা হাত চিরকুট রেখে দিত
সেই চিরকুটে কোন খড়কুঁটো আস্তানা হতো পাখিদের ঠোঁটে
আড়ালেতে ডেকে নিত আড়ালেতে ডেকে নিত

সাহস যোগাত সেই ছেলেটিকে একটুকু ছুঁলে ভয় পেয়ে ওঠে
আড়ালেতে ডেকে নিত আড়ালেতে ডেকে নিত
চুলে বিলি কাটা চুপকথা গুলো নিমিষেই তবে হয়ে যেত রূপকথা
চুলে বিলি কাটা চুপকথা গুলো নিমিষেই তবে হয়ে যেত রূপকথা

কপালেতে চুল পরে আলগোছে আহা সে বেচারি ঘুমিয়ে পড়েছে
আড়ালেতে ডেকে নিত আড়ালেতে ডেকে নিত
ডেকে দেওয়া যেত কোন অজুহাতে আমারও যে কিছু বলবার আছে
আড়ালেতে ডেকে নিত আড়ালেতে ডেকে নিত
চোখ ছুঁয়ে বলা চুপকথা গুলো নিমিষেই তবে হয়ে যেত রূপকথা
মাফলার ঢাকা চুপকথা গুলো নিমিষেই তবে হয়ে যেত রূপকথা
চুলে বিলি কাটা চুপকথা গুলো নিমিষেই তবে হয়ে যেত রূপকথা

সোমবার, ১৫ জুলাই, ২০১৩

গান ভালোবেসে গান-৪ : দুপুরের খামোখা খেয়াল (ঁ)

গানের শিরোনামঃ দুপুরের খামোখা খেয়াল
অ্যালবামঃ আর জানি না
...........................................

দুপুরের খামোখা খেয়াল
ভাঙা তাক পুরোনো দেয়াল
দুপুরের খামোখা খেয়াল
ভাঙা তাক পুরোনো দেয়াল
খুঁজে পাওয়া বই জানতে চায়
বান্ধবী আছে কে কোথায়?
খুঁজে পাওয়া বই জানতে চায়
বান্ধবী আছে কে কোথায়?

ধূলো লাগা চেনা বই সব
হাতড়ায় কে না শৈশব
ধূলো লাগা চেনা বই সব
ভালোবাসে কে না শৈশব
এক আকাশ ভর্তি অভিমান
কোনদিন গাইবো না যে গান
এক আকাশ ভর্তি অভিমান
কোনদিন গাইবো না যে গান

খুঁজে পাওয়া বই রাত জাগা চোখ
আমি পড়বোই যন্ত্রনা হোক
খুঁজে পাওয়া বই রাত জাগা চোখ
আমি পড়বোই যন্ত্রনা হোক যন্ত্রনা হোক

কখনোই পাত্তা দাওনি যাকে
গোপনীয় আজও বইয়ের ফাঁকে
কখনোই পাত্তা দাওনি যাকে
গোপনীয় আজও বইয়ের ফাঁকে
ভালবাসা বিবর্ণ পালকে
ভালবাসা বিবর্ণ পালকে

ভালো থেকো শুভ জন্মদিন
লেখাগুলো আজও অমলিন
ভালো থেকো শুভ জন্মদিন
লেখাগুলো আজও অমলিন
বেখেয়ালে খুঁজে পাওয়া বই
ভালো আর থাকতে দিচ্ছে কৈ
বেখেয়ালে খুঁজে পাওয়া বই
ভালো আর থাকতে দিচ্ছে কৈ

বৃষ্টির জলে ধোয়া ছাদ
ভুল করে ছুঁয়ে দেওয়া হাত
বৃষ্টির জলে ধোয়া ছাদ
ভুল করে ছুঁয়ে দেওয়া হাত
এখনো কি ভুল করে তুই
একা একা ভাব্বোনা কিছুই
এখনো কি ভুল করে তুই
একা একা ভাব্বোনা কিছুই

শুধু আদরের ছিল অঙ্গীকার
যদি একটুও আর একটি বার
শুধু আদরের ছিল অঙ্গীকার
যদি একটুও আর একটি বার
একদিন গোধূলী আলোকে
খেলেছিল উদাসী বালকে
একদিন গোধূলী আলোকে
খেলেছিল উদাসী বালকে

সেদিনের সোনালী পালকে ......

শুক্রবার, ১২ জুলাই, ২০১৩

গান ভালোবেসে গান-৩ : যাও মেঘ বলে দাও আমি ভালো নেই (ঁ)

গানের শিরোনামঃ নীল নির্বাসন
অ্যালবামঃ  চ
..................................................

চেনা মুখ, ছুঁয়ে থাকা দৃষ্টি
এলোমেলো আড্ডা, চায়ের গেলাস
ঘুম ঘুম ক্লাসরুম পাশে খোলা জানলা
ডাকছে আমাকে তোমার আকাশ
ঘুম ঘুম ক্লাসরুম পাশে খোলা জানলা
ডাকছে আমাকে তোমার আকাশ

নীইইইল নির্বাসন, নীইইইল নির্বাসন ......

এমনও সকাল হয়, অবিরত অপচয়
ছাইদানী ভরা থাকে মরা আগুনে
যাও মেঘ বলে দাও আমি ভালো নেই

জেগে থাকে কথা ক্যান্টিন কোণ
ভোরে বেজে ওঠে যে টেলিফোন
ভুলে ঢাকা পথ হোক নির্জন
একা পথ পড়ে আছে নির্ঝুম ফাঁকা ক্লাসরুম
পাশে খোলা জানলা ডাকছে আমাকে তোমার আকাশ
ঘুম ঘুম ক্লাসরুম পাশে খোলা জানলা
ডাকছে আমাকে তোমার আকাশ

নীইইইল নির্বাসন, নীইইইল নির্বাসন ......

এমনও বিকেল আসে
তুমি যাও বাইপাসে
অচেনা লোকাল বাসে
সন্ধ্যে কাবার
যাও পথ খুঁজে নাও পথ পালাবার


মনে পড়ে যায় গত জন্মের পাপ
শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ
তুমি নতমুখে মেনে নিলে অভিশাপ
সাদা হিমঘর জুড়ে শীতঘুম থাকা ক্লাসরুম
পাশে খোলা জানলা ডাকছে আমাকে তোমার আকাশ

ঘুম ঘুম ক্লাসরুম পাশে খোলা জানলা
ডাকছে আমাকে তোমার আকাশ
ঘুম ঘুম ক্লাসরুম পাশে খোলা জানলা
ডাকছে আমাকে তোমার আকাশ
চেনা মুখ, ছুঁয়ে থাকা দৃষ্টি
এলোমেলো আড্ডা, চায়ের গেলাস

ঘুম ঘুম ক্লাসরুম পাশে খোলা জানলা
ডাকছে আমাকে, তোমার আকাশ
ঘুম ঘুম ক্লাসরুম পাশে খোলা জানলা
ডাকছে আমাকে, তোমার আকাশ

নীইইইল নির্বাসন, নীইইইল নির্বাসন ......

মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৩

গান ভালোবেসে গান-২ : এভাবেও ফিরে আসা যায় (ঁ)

গানের শিরোনামঃ এভাবেও ফিরে আসা যায়
অ্যালবামঃ আর জানি না
....................................................................

ফিকে হয়ে আসা অন্ধকার প্লাটফর্মে ধোঁয়া ওঠা চায়ের ভার
ফিকে হয়ে আসা অন্ধকার প্লাটফর্মে ধোঁয়া ওঠা চায়ের ভার
জানলার কাঁচটাতে লেগে থাকা শূন্যতা সশব্দে ছুটে চলে ট্রেন

ফেলে আসা মুখগুলো ভোরবেলায় লুকোচুরি আর চোর চোর খেলায়
ফেলে আসা মুখগুলো ভোরবেলায় লুকোচুরি আর চোর চোর খেলায়
কুয়োতলা মুখোমুখি জড়তার বাঁধা ঠেলে আমাকে কি কিছু বলছেন
বলতে পারিনি তার যেটুকু যা ভাষা ছিল কেঁপে ওঠা চোখের পাতায়
তারপর ভোরবেলা ডিঙিয়েছি চৌকাঠ ভয়ানক সতর্কতায়

এভাবেও ফিরে আসা যায় ...

খুনসুটি গানহাসি মেয়ের দল ভালো লেগে গেল এই মফস্বল
খুনসুটি গানহাসি মেয়ের দল ভালো লেগে গেল এই মফস্বল
বিকেলে রোদ ছিল আর অনুরোধ ছিল আরেকটা বাউল শোনান

কটকটি চেপটি ফুলঝুড়ি ডাকবে না নামগুলো বিচ্ছিরি
কটকটি চেপটি ফুলঝুড়ি ডাকবে না নামগুলো বিচ্ছিরি
ফের যদি ডাকো তবে খিমচি বা খামচির অকারণ আদান-প্রদাণ
বুঝতে পারিনি তার যেটুকু যা ভাষা ছিল আলগোছে হাতের ছোঁয়ায়
তারপর ভোরবেলা ডিঙিয়েছি চৌকাঠ ভয়ানক সতর্কতায়

এভাবেও ফিরে আসা যায় ...

আড্ডা বাগান শেষ হয় যখন কোলকাতা কলকাতা মন কেমন
আড্ডা বাগান শেষ হয় যখন কোলকাতা কলকাতা মন কেমন
যন্ত্রণা সারা গায়ে ধুচ্ছাই পাড়াগাঁয়ে ছাইপাশ জমা অ্যাশট্রে

কানে লেগে থাকা সেই আর্তনাদ দুটো দিন থেকে গেলে পারত না
কানে লেগে থাকা সেই আর্তনাদ দুটো দিন থেকে গেলে পারত না
তাই আড্ডার ঠেকে হোক সাউথের লেকে হোক না জানিয়ে চলে যায় ট্রেন
চাইতে পারিনি আমি ও চোখের সোজাসুজি রিকশার ভীষণ তাড়ায়
হয়ত বা কোনদিন সে সাহস ফিরে পাব আগামীর কোন সংখ্যায়


এভাবেও ফিরে আসা যায় ...

সোমবার, ১ জুলাই, ২০১৩

গান ভালোবেসে গান-১ : মধ্যবিত্ত ভীরু প্রেম (ঁ)

গানের শিরোনামঃ উঠে যাওয়া সিঁড়ি
অ্যালবামঃ U/A
.........................................................

উঠে যাওয়া সিঁড়ি টিমটিমে আলো
ছেড়া চটি-জুতো ছেড়ে রাখা তোমার দরজায়
দিন যায় দিন আনি সবেধন টিউশনি
পদাবলি পাশে খুলে রাখা প্রথম পর্যায়

উঠে যাওয়া সিঁড়ি টিমটিমে আলো
ছেড়া চটি-জুতো ছেড়ে রাখা তোমার দরজায়
দিন যায় দিন আনি সবেধন টিউশনি
পদাবলি পাশে খুলে রাখা প্রথম পর্যায় 

হাঁটছে দিন, কাটছে দিন তিন দিন সাপ্তাহিক
কমছে দিন গুনছে  দিন এন্টেনা তিন শালিক
হাঁটছে দিন, কাটছে দিন তিন দিন সাপ্তাহিক
কমছে দিন গুনছে  দিন এন্টেনা তিন শালিক 

যে অসুখ ছিল চোরাবালি দিয়ে ঢাকা
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম তোমার কাছে রাখা ...

উঠে এলো আলো হাতে চা চলকালো
চাঁদ বুঝি আজ প্রতিপদে পড়ল বেঘোরে
ওড়ো চিলেকোঠা ছাদে ইতিহাস আহ্লাদে
তুমি আমি ইল-তুৎমিস বন্দী এ ঘরে

ভর দুপুর মাঝ পুকুর ডুবজল ঘোর বিপদ
নীলচে খাম গা ছম ছম ভূত লেখে চর্যাপদ
ভর দুপুর, মাঝ পুকুর ডুবজল ঘোর বিপদ
নীলচে খাম গা ছম ছম ভূত লেখে চর্যাপদ

সে বিপদ ছিল চোরাবালি দিয়ে ঢাকা
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম টেষ্ট পেপারে রাখা ...

কানাগলির ভিতর রঙিন ইস্টিশন
কিছু উৎপাদক আজ না হোক বিশ্লেষণ
আমার আগুন ভয় ভীষণ
ন্যালা ক্ষ্যাপা এই জীবন
বুকে মোমের আলোয় গলছে লাল রিবণ

দিন ছুয়ে যায় রাত রাত ছুয়ে যায় হাত
হাত ছুলে যায় জাত জাত ছুলে পদ্মকাঁটা বিঁধে
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম গোপন কালশিটে ...

ছেড়া পর্দায় উঁকি কেবিনের আঁকিবুকি
মুখ নিচু আহত দু চোখ বলেছিল কি যে

এতো আখছার ঘটে সাদা কালো লং শটে
খালি পায়ে কেউ বাড়ি ফেরে বৃষ্টিতে ভিজে

হাঁটতে থাক দুর্বিপাক মিছিলের ক্লান্ত মুখ
নিম্ন চাপ খুচরো পাপ ছোঁয়াচে অসুখ
হাঁটতে থাক দুর্বিপাক মিছিলের ক্লান্ত মুখ
নিম্ন চাপ খুচরো পাপ ছোঁয়াচে অসুখ

সে ছোঁয়া ছিল চোরাবালি দিয়ে ঢাকা
ও আমার মধ্যবিত্ত ভীরু প্রেম তোমার কাছে রাখা ...