সোমবার, ২৩ মার্চ, ২০১৫

গানওলার গান-২০: কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়

গানের শিরোনামঃ কতটা পথ পেরোলে
গীতিকার, গায়কঃ কবির সুমন
*বব ডিলানের Blow-in In The Wind গানের ভাবানুবাদ
.....................................................................

কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়
কতটা পথ পেরোলে পাখি জিড়োবে তার ডানা
কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়
প্রশ্ন গুলো সহজ
আর উত্তরও তো জানা ।।

কত বছর পাহাড় বাঁচে ভেঙে যাবার আগে
কত বছর মানুষ বাঁচে পায়ে শেকল পরে ।।

কবার তুমি অন্ধ সেজে ফাঁকা অনুরাগে
কবার তুমি অন্ধ সেজে ফাঁকা অনুরাগে
বলবে তুমি দেখছিলেনা তেমন ভালো করে

কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়
কতটা পথ পেরোলে পাখি জিড়োবে তার ডানা
কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়
প্রশ্ন গুলো সহজ
আর উত্তরও তো জানা

কত হাজার পারের পর আকাশ দেখা যাবে
কতটা কান পাতলে তবে কান্না শোনা যাবে ।।

কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে
কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে
বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে

কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়
কতটা পথ পেরোলে পাখি জিড়োবে তার ডানা
কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়
প্রশ্ন গুলো সহজ
আর উত্তরও তো জানা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন