মঙ্গলবার, ৩১ মার্চ, ২০১৫

গানওলার গান-২৪ঃ খাতা দেখে গান গেও না

গানের শিরোনামঃ খাতা দেখে গান গেও না
গীতিকার, সুরকার, গায়কঃ কবির সুমন
...................................................

খাতা দেখে গান গেও না
উল্টে পাতা যেতেও পারে
পাতা টাতা উল্টে গেলে
হোচট খাবে বারে বারে

হাওয়া দেয় যখন তখন
হানা দেয় হঠাৎ তুফান
পাতা টাতা উল্টে গেলে
সামনে পাবে ভুল কোনো গান
এ গানের মুন্ডু তখন
বসবে অন্য গানের ঘাড়ে
খাতা দেখে গান গেও না
উল্টে পাতা যেতেও পারে

যুগটাই দমকা হাওয়ার,হাওয়া দেয় হঠাৎ তেড়ে
বলা কি যায় হে কখন, ধাক্কাবে ঝড় যুগের ফেরে

মাথাতেই সামলে রেখ
স্মৃতি আর গানের কথা
বিপদে পড়বে না আর
আসলে ঝড়ো অস্থিরতা
চেনা গান জালবে আলো
পথ দেখাবে অন্ধকারে
খাতা দেখে গান গেও না
উল্টে পাতা যেতেও পারে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন