মঙ্গলবার, ৩১ মার্চ, ২০১৫

গানওলার গান-২২: নাগরিক কবিয়াল

গানের শিরোনামঃ নাগরিক কবিয়াল
গীতিকার, সুরকার, গায়কঃ কবির সুমন
...................................................

আমি নাগরিক কবিয়াল, করি গানের ধর্ম পালন
আমি নাগরিক কবিয়াল, করি গানের ধর্ম পালন
সকলে ভাবছে লিখছে সুমন, আসলে লিখছে লালন

আমার গানের আনাচে-কানাচে, কন্ঠী বদলে বোষ্টমী আছে
আমার গানের আনাচে-কানাচে, কন্ঠী বদলে বোষ্টমী আছে
তার প্রীতে ডুবল আমার গিটারের আস্ফালন
আমি নাগরিক কবিয়াল, করি গানের ধর্ম পালন

সামলে রাখিস বোষ্টমী তোর, বুকের ভেতর আমার পাজর
সামলে রাখিস বোষ্টমী তোর, বুকের ভেতর আমার পাজর
তোর দরিয়ায় ভাসল গানের পাগলামী আস্ফালন
আমি নাগরিক কবিয়াল, করি গানের ধর্ম পালন

মানুষ আমার সাধন গুরু, সেই মোকামেই যাত্রা শুরু
মানুষ আমার সাধন গুরু, সেই মোকামেই যাত্রা শুরু
চলনে গান সঙ্গে থাকে, বলনে আস্ফালন

নড়ছে চরছে মাথার মধ্যে, খানিক গদ্যে খানিক পদ্যে
নড়ছে চরছে মাথার মধ্যে, খানিক গদ্যে খানিক পদ্যে
কয়রে কথা, দেয় না দেখা নাছোড়বান্দা লালন
আমি নাগরিক কবিয়াল, করি গানের ধর্ম পালন
সকলে ভাবছে লিখছে সুমন, আসলে লিখছে লালন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন