মঙ্গলবার, ৩১ মার্চ, ২০১৫

গানওলার গান-২৫ঃ ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি

গানের শিরোনামঃ ইচ্ছে করে
গীতিকার, সুরকার, গায়কঃ কবির সুমন
.................................................

ইচ্ছে করে
ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি
একই মাটির ওপর অন্য দিক দিগন্ত
অন্য শস্য অন্য রকম ফুল ফুটন্ত ।।

ইচ্ছে করে

অন্য সময় আসুক এবার ইচ্ছে করে
আমার দেশে সবার দেশে সবার ঘরে
ঘরে এবং বাইরে সময় অন্য হবে
অন্য রকম দিনগুলো যে আসবে কবে?

ইচ্ছে করে

ইচ্ছে করে শুনতে আমার অন্য কথা
অন্য রকম শব্দ এবং নীরবতা ।।
অথবা খুব অন্যরকম দিনে রাতে
ইচ্ছে করে অন্য রকম গান শুনাতে

ইচ্ছে করে

ইচ্ছে করে সবার দু-হাত ভরে উঠুক
সবার রান্না ঘরে ভাতের গন্ধ ছুটুক ।।
ফুলের চেয়ে ভাতের গন্ধ ইচ্ছে করে
আমার দেশে সবার দেশে সবার ঘরে

ইচ্ছে করে

ফুলগুলোকে তাই বলে কি বাদ দিতে চাই
শস্য এবং ফুলের জন্য গান গেয়ে যাই
ইচ্ছে করে স্বপ্ন ধরুক অন্য মানে
বেচে থাকার অন্য কথায় অন্য গানে

ইচ্ছে করে
ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন