সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪

গানওলার গান-১৬: হাল ছেড়ো না বন্ধু বরং কন্ঠ ছাড়ো জোরে

গানের শিরোনামঃ হাল ছেড়ো না
গীতিকার, সুরকার, গায়কঃ কবির সুমন
........................................................


ছেড়েছো তো অনেক কিছুই পুরোনো অভ্যেস
অসুখ-বিসুখ হবার পরে জিলেপি সন্দেশ
ছেড়েছো তো অনেক কিছুই পুরোনো অভ্যেস
অসুখ-বিসুখ হবার পরে জিলেপি সন্দেশ
ছেড়েছো তো অনেক কিছুই পুরোনো বোলচাল
পুরোনো ঘর, পুরোনো ঘর, কুড়োনো জঞ্জাল
হাল ছেড়ো না
হাল ছেড়ো না বন্ধু বরং কন্ঠ ছাড়ো জোরে
দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে

ছেড়েছো তো অনেক কিছুই পুরোনো অভ্যেস
অসুখ-বিসুখ হবার পরে জিলেপি সন্দেশ
ছেড়েছো তো অনেক কিছুই পুরোনো বোলচাল
পুরোনো ঘর, পুরোনো ঘর, কুড়োনো জঞ্জাল
হাল ছেড়ো না
হাল ছেড়ো না বন্ধু বরং কন্ঠ ছাড়ো জোরে
দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে

ছেড়েছো তো অনেক কিছুই পুরোনো সেই হাসি
সকাল বিকেল জানিয়ে দেওয়া তোমায় ভালোবাসি
ছেড়েছো তো অনেক কিছুই পুরোনো সেই হাসি
সকাল বিকেল জানিয়ে দেওয়া তোমায় ভালোবাসি
স্বপ্নগুলো ছেড়েছো তো কয়েক বছর আগে
আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে
হাল ছেড়ো না
হাল ছেড়ো না বন্ধু বরং কন্ঠ ছাড়ো জোরে
দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে

আমারও তো বয়স হচ্ছে, রাত-বিরাতে কাশি
আমারও তো বয়স হচ্ছে, রাত-বিরাতে কাশি
কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি
বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো
বেঁচে নেবার স্বপ্নটাকে জাপটে ধরে থেকো
দিনবদলের স্বপ্নটাকে হারিয়ে ফেলো না
পালটে দেবার স্বপ্ন আমার এখনো গেলো না
হাল ছেড়ো না
হাল ছেড়ো না বন্ধু বরং কন্ঠ ছাড়ো জোরে
দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে

রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪

গানওলার গান-১৫: ঘুমোও বাউন্ডুলে

গানের শিরোনামঃ ঘুমোও বাউন্ডুলে
গীতিকার, সুরকার, গায়কঃ কবির সুমন
........................................................


কে বেশি পাগল, কবি না কবিতা
দরকার নেই সে হিসেব দেবার
ঘুমোও বাউন্ডুলে, ঘুমোও এবার
কে বেশি পাগল, কবি না কবিতা
দরকার নেই সে হিসেব দেবার
ঘুমোও বাউন্ডুলে, ঘুমোও এবার

কে বেশি মাতাল, কবি না কবিতা
কে বেশি মাতাল, কবি না কবিতা
মহুয়ার দায় নেই খবর দেবার
ঘুমোও বাউন্ডুলে, ঘুমোও এবার

কে বেশি ক্লান্ত, কবি না কবিতা
কে বেশি ক্লান্ত, কবি না কবিতা
কবিতার ক্লাস শেষ এবারের মত
কে বেশি বোঝাবে, কবি না কবিতা
কে বেশি বোঝাবে, কবি না কবিতা
বাউন্ডুলেটা কোন ছন্দে বোঝাত

কে বেশি অবুঝ, কবি না কবিতা
পদ্যের দায় নেই হিসেব দেবার
ঘুমোও বাউন্ডুলে, ঘুমোও এবার
ঘুমোও বাউন্ডুলে, ঘুমোও এবার
ঘুমোও বাউন্ডুলে, ঘুমোও এবার
ঘুমোও বাউন্ডুলে, ঘুমোও এবার

শনিবার, ২২ নভেম্বর, ২০১৪

গানওলার গান-১৪: একই থালায় দুজন খাবে, যুদ্ধ হয়ত আসছে কাল

গানের শিরোনামঃ একটি থালায়
গীতিকার, সুরকার, গায়কঃ কবির সুমন
........................................................

একটি থালায় চারটে রুটি, একটু আচার, একটু ডাল
একই থালায় দুজন খাবে, যুদ্ধ হয়ত আসছে কাল।।

একটা মাঠে দুজন সেপাই, দেশ বিভাগের সীমান্তে
দুজন আছে দুই দিকে, আর বন্ধু তারা অজান্তে।।

তারা এ দেশ ভাগ করে নি, দেয়নি কোথাও খড়ির দাগ
নেতারা সব ঝগড়া করেন, জলে কুমির ডাঙায় বাঘ।।

ঝগড়া থাকে আড়াল করে, লাভের মাটি, লাভের গুড়
সীমান্তে দুই দেশের সেপাই, দেশপ্রেমের দিনমজুর
দুই কাধে দুই বন্দুক আর বুলেট বেশি খাবার কম
রাজধানীতে হিসেব কষে এদের নেতা ওদের যম

যমের বাড়ি কাছেই আছে অনেক দূরে নিজের ঘর
দেশপ্রেমের নজির হল এই চিতা আর ঐ কবর।।


খিদের কিন্তু সীমান্ত নেই, নেই চিতা, নেই কবরটাও
যুদ্ধটাকেই চিতায় তোল, যুদ্ধটাকেই কবর দাও।।

শুক্রবার, ২১ নভেম্বর, ২০১৪

গানওলার গান-১৩: উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি

গানের শিরোনামঃ তুমি আসবেই আমি জানি
গীতিকার, সুরকার, গায়কঃ কবির সুমন
...............................................................


জানি না কে দিয়েছিল পলাশকে তার ডাকনাম
জানি না কতটা ঘন হলে মেঘ হবে ঘনশ্যাম
জানি না কতটা কথা বলা হলে হবে কথকতা
জানি না কিভাবে স্রোত ভেঙে দেয় নদীর জড়তা
জানি না কবে ফুরোবে কবে বৃথা প্রশ্নের হয়রানি
উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি

জানি না কোন গুণীর তান পুড়ে হল তানপুরা
জানি না শ্রী রাধিকার প্রিয় ছিল কিনা রাঁধাচূড়া
জানি না শ্যামের বাঁশি সাওতালি সুরে বাজে কিনা
জানি না কঠিরার পথ মথুরারও হদিস চিনি না
জানি না ঝুলনে আজও হয় কিনা মিঠে কানাকানি
উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি

জানি না তথাগত'র স্তব দুনিয়া কেন বোঝেনি
জানি না জুডাস কেন ভালোবেসে যিশুকে খোঁজেনি
জানি না এ পৃথিবীর ঘতকরা গান শোনে কিনা
জানি না লালন শুনে ভাসে কেন বুকের আঙিনা
জানি না বিচার হলে কেন গান হয়না শুনানি
উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি

জানি না তিতুমিরের নাম কেন ব্যারিকেডে নাই
জানি না রামপ্রসাদ কেন ফেরে ঘনিয়ে আসছেই
জানি না সুমন তুমি কৃষি কাজ কেন যে জান না
জানি না মানব জমি আবাদে ফলত কিনা সোনা
জানি না কাঁদায় কেন সহজ সুরের শয়তানি
উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি

জানি না বয়স হলে কেন প্রেমে এত পাক ধরে
জানি না হৃদয় কেন রাত জেগে পায়চারি করে
জানি না কোন কথার কোন খানে কোন মানে হয়
জানি না সমানে কেন মনে হয় হয়নি সময়
জানি না গিটার কেন আমার প্রেমের রাজধানী
উত্তর আসবে না, তুমি আসবেই আমি জানি

বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০১৪

গানওলার গান-১২: চাইছি তোমার বন্ধুতা

গানের শিরোনামঃ চাইছি তোমার বন্ধুতা
গীতিকার, সুরকার, গায়কঃ কবির সুমন
........................................................


তোমায় আমি
গড়তে চাই না, পড়তে চাই না
কাড়তে চাই না, নাড়তে চাই না
ফুলের মত পাড়তে চাই না
চাইছি তোমার বন্ধুতা

তোমায় আমি
গড়তে চাই না, পড়তে চাই না
কাড়তে চাই না, নাড়তে চাই না
ফুলের মত পাড়তে চাই না
চাইছি তোমার বন্ধুতা

তোমায় আমি
বাঁধতে চাই না, রাখতে চাই না
কাটতে চাই না, ছাড়তে চাই না
স্মৃতির মত ঘাটতে চাই না
চাইছি তোমার বন্ধুতা

তোমায় আমি
রাখতে চাই না, ঢাকতে চাই না
ডাকতে চাই না, চাখতে চাই না
তেলের মত মাখতে চাই না
চাইছি তোমার বন্ধুতা

তোমায় আমি
রুখতে চাই না, ফুঁকতে চাই না
দুষতে চাই না, বসতে চাই না
জোঁকের মত শুষতে চাই না
চাইছি তোমার বন্ধুতা

উটকো লোকে এই সুযোগে তালমিলিয়ে
বিশ্রী কথা কাটবে জুড়বে
নিজের জ্বালায় নিজেই পুড়বে
পুড়ুক তারা, তুমি আমি পুড়ছি না

তোমায় আমি
জ্বালতে চাই না, ঢালতে চাই না
চালতে চাই না, পালতে চাই না
কদর্যতায় ঢালতে চাই না
চাইছি তোমার বন্ধুতা

বুধবার, ১৯ নভেম্বর, ২০১৪

গানওলার গান-১১: ফাটকাবাজির দেশে স্বপ্নের পাখিগুলো বেঁচে নেই

গানের শিরোনামঃ ও গানওলা
গীতিকার, সুরকার, গায়কঃ কবির সুমন
........................................................


ও গানওলা
আর একটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই
কিচ্ছু করার নেই
ও গানওলা
আর একটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই
কিচ্ছু করার নেই

ছেলেবেলার সেই
ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা
চলে গেছে বেহালা নিয়ে
চলে গেছে গান শুনিয়ে
ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা
চলে গেছে বেহালা নিয়ে
চলে গেছে গান শুনিয়ে

এই পাল্টানো সময়ে
এই পাল্টানো সময়ে সে ফিরবে কি ফিরবে না জানা নেই
গানওলা
আর একটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই
কিচ্ছু করার নেই

কৈশোর শেষ হওয়া
কৈশোর শেষ হওয়া রঙ চঙে স্বপ্নের দিন
চলে গেছে রঙ হারিয়ে
চলে গেছে মুখ ফিরিয়ে
এই ফাটকাবাজির দেশে
এই ফাটকাবাজির দেশে স্বপ্নের পাখিগুলো বেঁচে নেই
গানওলা
আর একটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই
কিচ্ছু করার নেই

ও গানওলা
আর একটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই
কিচ্ছু করার নেই

মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০১৪

গানওলার গান-১০: আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ

গানের শিরোনামঃ আমি চাই
গীতিকার, সুরকার, গায়কঃ কবির সুমন
........................................................


আমি চাই সাওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে
আমি চাই মহুল ফুটবে সৌখিনতার গোলাপ কুঞ্জে
আমি চাই সাওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে
আমি চাই মহুল ফুটবে সৌখিনতার গোলাপ কুঞ্জে

আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে
আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে
আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে
আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে

আমি চাই ঝাড়খন্ডের তীর ধনুকে
আমি চাই ঝুমুর বাজবে ঝুমুর বাজবে তোমার বুকে
আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ
আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে ভীষণ জব্দ
আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ
আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে ভীষণ জব্দ

আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ
আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু
আমি চাই বিজেপি নেতার সালমা খাতুন পুত্রবধূ
আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু

আমি চাই গাছ কাটা হলে শোকসভা হবে বিধান সভায়
আমি চাই প্রতিবাদ হবে রক্ত পলাশে রক্ত জবায়
আমি চাই পুকুর বোজালে আকাশ ভাসবে চোখের জলে
আমি চাই সব্বাই যেন দিন বদলের পদ্য বলে

আমি চাই মন্ত্রীরা প্রেম করুন সকল নিয়ম করে
আমি চাই বক্তৃতা নয় কবিতা বলুন কন্ঠ ভরে
যদি বল চাইছি নেহাত
যদি বল চাইছি নেহাত
চাইছি নেহাত স্বর্গ রাজ্য
আমি চাই একদিন হবে একদিন হবে এটাই গ্রাহ্য

সোমবার, ১৭ নভেম্বর, ২০১৪

গানওলার গান-৯: তোমাকে দেখছি

গানের শিরোনামঃ তোমাকে দেখছি
গীতিকার, সুরকার, গায়কঃ কবির সুমন
.........................................................


তোমাকে দেখছি ল্যাম্পপোস্টের নিচে
তোমাকে দেখছি কালিঘাটে ব্রিজে একা
ভবানী ভবন যাবার বাঁকের মুখে
আসলে কিন্তু সেই তোমাকেই দেখা
তোমাকে দেখছি ব্রেবর্ন রোডের ভিড়ে
তোমাকে দেখছি চীনে পট্টির জুতো
এসপ্লানেডের পাতাল স্টেশনে নেমে
আসলে কিন্তু তোমাকে দেখার ছুতো

তোমাকে দেখছি শ্যামবাজারের মোড়ে
তোমাকে দেখছি পাঁচ মাথা একাকার
মানুষের ভিড়ে রাস্তা গুলিয়ে গিয়ে
আসলে কিন্তু তোমাকেই দরকার
তোমাকে দেখছি শ্যামবাজারের মোড়ে
তোমাকে দেখছি পাঁচ মাথা একাকার
মানুষের ভিড়ে রাস্তা গুলিয়ে গিয়ে
আসলে কিন্তু তোমাকেই দরকার
তোমাকে দেখছি কফি হাউজের কাছে
তোমাকে দেখছি খুজছো পুরোনো বই
পুরোনো কিংবা নতুন মলাটে আমি
আসলে কিন্তু তোমাকেই খুজবই

তোমাকে দেখছি বইমেলা চত্বরে
তোমাকে দেখছি স্বতন্ত্রর স্টল
অনুষ্টুপের ঠেলাঠেলি ভেদ করে
আসলে কিন্তু তোমাকে দেখার ছল
তোমাকে দেখছি বালি উত্তর পাড়া
তোমাকে দেখছি ব্যারাকপুরের মোড়ে
শহরে আসছে ঐ তো সোনার ভোর
আসলে কিন্তু তোমার ট্রেনেই চড়ে
তোমাকে দেখছি  সেন্ট পলসের চূড়ো
তোমাকে দেখছি হো চি মিন সরণীতে
নেলসন ম্যান্ডেলা উদ্যানে দেখি
আসলে কিন্তু তোমাকে আচম্বিতে

তোমাকে দেখছি চিতপুরে ব্যান্ড পার্টি
তোমাকে দেখছি ট্রাম্পেট ক্লারিনেটে
বিটন ঘুরিয়ে ব্যান্ড মাস্টার যাবে
আসলে কিন্তু তোমার দিকেই হেঁটে
তোমাকে দেখছি কুন্দঘাট গামী বাসে
তোমাকে দেখছি গড়িয়ার দিকে গেলে
ঢাকুরিয়া ভেবে সেলিমপুরেই নামি
আসলে কিন্তু তোমাকেই দেখে ফেলে
তোমাকে দেখছি উল্টো ডাঙায় সোজা
তোমাকে দেখছি ফুটবল স্টেডিয়ামে
দমদম ছোয়া বোয়িং বিমানগুলো
আসলে কিন্তু তোমার জন্যে নামে
নামলে বিমান রানওয়ের মসৃণে
বোয়িং কিংবা রুস্কি ইলিউশিন
ককপিট থেকে পাইলট বুঝে নেন
এসে গেল তার তোমাকে দেখার দিন

রবিবার, ১৬ নভেম্বর, ২০১৪

গানওলার গান-৮: বিসমিল্লাহর পাগলা সানাই

গানের শিরোনামঃ বিসমিল্লাহর পাগলা সানাই
গীতিকার, সুরকার, গায়কঃ কবির সুমন
.................................................................


হাত পেতে নিয়ে চেটেপুটে খাই  বিসমিল্লাহর পাগলা সানাই
হাত পেতে নিয়ে চেটেপুটে খাই  বিসমিল্লাহর পাগলা সানাই
হাত পেতে নিয়ে চেটেপুটে খাই  বিসমিল্লাহর পাগলা সানাই
হাত পেতে নিয়ে চেটেপুটে খাই  স্মৃতি বিজড়িত পাগলা সানাই

ছোট্ট বেলায় শুনেছি প্রথম  কেউটে সানাই সুর পঞ্চম
ছোট্ট বেলায় শুনেছি প্রথম  কেউটে সানাই সুর পঞ্চম
খেয়েছে লোকটা এই মাথাটাই ধরেছে নেশায় খ্যাপাটে সানাই
হাত পেতে নিয়ে চেটেপুটে খাই  বিসমিল্লাহর পাগলা সানাই
হাত পেতে নিয়ে চেটেপুটে খাই  স্মৃতি বিজড়িত পাগলা সানাই

কৈশোরে দেখা আকাশ কুসুম  জানি না কেন যে আসত না ঘুম
কৈশোরে দেখা আকাশ কুসুম  জানি না কেন যে আসত না ঘুম
অচেনা কষ্ট কি যাচ্ছে তাই রাতে রেডিওই শুনলে সানাই
হাত পেতে নিয়ে চেটেপুটে খাই  বিসমিল্লাহর পাগলা সানাই
হাত পেতে নিয়ে চেটেপুটে খাই  স্মৃতি বিজড়িত পাগলা সানাই

যৌবনে প্রেম যেইনা এল জানি না কেন যে কান্না পেল
সেই প্রেম আজো তোমায় জানাই নাছোড়বান্দা প্রেমিক সানাই
গেল যৌবন মাঝবয়সে কান্না ঢাকতে শিখেছি হেসে
হাসি কান্নার এই দোটানায় শেখালো আমাকে রসিক সানাই
বিস্ময় আজো গেল না আমার  স্বপ্নে এখনো যৌথ খামার
বিস্ময় আজো গেল না আমার  স্বপ্নে এখনো যৌথ খামার
তোমার জন্য গানই বানায় তোমার জন্য রইল সানাই
হাত পেতে নিয়ে চেটেপুটে খাই  বিসমিল্লাহর পাগলা সানাই
হাত পেতে নিয়ে চেটেপুটে খাই  স্মৃতি বিজড়িত পাগলা সানাই

শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪

গানওলার গান-৭: মন খারাপ করা বিকেল মানে

গানের শিরোনামঃ মন খারাপ করা বিকেল মানে
গীতিকার, সুরকার, গায়কঃ কবির সুমন
...................................................................


মন খারাপ করা
মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে
দূরে কোথাও দু-এক পশলা বৃষ্টি হচ্ছে
মন খারাপ করা
মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে
দূরে কোথাও দু-এক পশলা বৃষ্টি হচ্ছে
মন খারাপ করা
মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে

ঘর আবছায়া
ঘর আবছায়া
ঘর আবছায়া আর ভিজে ভিজে হাওয়ায় মাখা
মাথার উপর মিছেমিছি ঘুরছে পাখা
মন খারাপ করা
মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে

সরগরম কিন্তু বাইরে রাস্তা পানের দোকান
সরগরম কিন্তু বাইরে রাস্তা পানের দোকান
রেডিওতে হঠাৎ একটা পুরনো গান
শান্ত নদীটি পটে আঁকা
শান্ত নদীটি পটে আঁকা
সরগরম কিন্তু বাইরে রাস্তা পানের দোকান
রেডিওতে হঠাৎ একটা পুরনো গান
তার সুরটা
তার সুরটা
তার সুরটা চেনা চেনা বলেই ছোঁয়াচ লাগে
কলকাতাতে সন্ধ্যে হবার একটু আগে
মন খারাপ করা
মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে
দূরে কোথাও দু-এক পশলা বৃষ্টি হচ্ছে

শুক্রবার, ১৪ নভেম্বর, ২০১৪

গানওলার গান-৬: চেনা দুঃখ চেনা সুখ

গানের শিরোনামঃ চেনা দুঃখ চেনা সুখ
গীতিকার, সুরকার, গায়কঃ কবির সুমন
........................................................

চেনা দুঃখ চেনা সুখ
চেনা চেনা হাসিমুখ
চেনা আলো চেনা অন্ধকার
চেনা মাটি চেনা পাড়া
চেনা পথে কড়া নাড়া
চেনা রাতে চেনা চিৎকার

চেনা দুঃখ চেনা সুখ
চেনা চেনা হাসিমুখ
চেনা আলো চেনা অন্ধকার
চেনা মাটি চেনা পাড়া
চেনা পথে কড়া নাড়া
চেনা রাতে চেনা চিৎকার

চেনা চোখ চেনা ঠোঁট
চেনা ছেলেদের জোট
চেনা মোড়ে চেনা দঙ্গল
চেনা ভাঙা পথঘাট
চেনা বাড়ি চেনা মাঠ
চেনা নাগরিক জঙ্গল
চেনা বাস চেনা রুট
চেনা রুটি বিস্কুট
চেনা চেনা চায়ের গ্লাস
চেনা সিগারেট খাওয়া
চেনা পথে হেটে যাওয়া
চেনা ছবি স্বপ্নের লাশ
চেনা রাগ চেনা ক্রোধ
চেনা চেনা প্রতিশোধ
চেনা ছুরি চেনা আক্রোশ
চেনা ঘৃণা বিদ্বেষ
চেনা লজ্জা এই দেশ
চেনা ভয় অচেনা আপোষ

চেনা দুঃখ চেনা সুখ
চেনা চেনা হাসিমুখ
চেনা আলো চেনা অন্ধকার
চেনা মাটি চেনা পাড়া
চেনা পথে কড়া নাড়া
চেনা রাতে চেনা চিৎকার

বুধবার, ১২ নভেম্বর, ২০১৪

গানওলার গান-৫: বাঁশুরিয়া বাজাও বাঁশি

গানের শরোনামঃ বাঁশুরিয়া বাজাও বাঁশি
গীতিকার, সুরকার, গায়কঃ কবির সুমন
........................................................

বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায়
গেয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়
বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায়
গেয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়

এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে
এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে
তোমাদের দেশে বুঝি সব মানুষই বাঁশি শেখে
আমাদের স্কুল কলেজে শেখে লোকে লেখাপড়া
আমাদের স্কুল কলেজে শেখে লোকে লেখাপড়া
প্রাণে গান নাই মিছে তাই রবী ঠাকুর মূর্তি গড়া
তোমারই ঐ দেহাতি গান
তোমারই ঐ দেহাতি গান দোলে যখন বাঁশির মুখে
আমাদের নকল ভন্ড কৃষ্টি চালায় করাত বুকে
বুকে আর গলায় আমার শহর কলকাতায়
গেয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়

ঠেলা ভ্যান চালাও তুমি
ঠেলা ভ্যান চালাও তুমি কিংবা ভাড়া গাড়ির ক্লিনার
ক বছরে একবার যাও তোমার দেশে নদীর কিনার
ফাঁক পেলে বাঁশি বাজাও
ফাঁক পেলে বাঁশি বাজাও ফেলে আসা ঘরের ডাকে
দেশে গিয়ে এমন সুরে হয়ত ডাকো কলকাতাকে
ফিরে এসে উদম খাটো
ফিরে এসে উদম খাটো গায়-গতরে ব্যাস্ত হাতে
মজুরিতে ভাগ বসাচ্ছ কারা তোমার কলকাতাতে
তাদের গায়েই আমি সাজানো জলসায়
গেয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়
বাঁশুরিয়া
বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায়
গেয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়

মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০১৪

গানওলার গান-৪: পাকস্থলিতে ইসলাম নেই নেইকো হিন্দুয়ানি

গানের শিরোনামঃ অ্যামেরিকা প্রবাসী বাঙালীর গান
গীতিকার, সুরকার, গায়কঃ কবির সুমন
..........................................................................

আজ জানলার কাছে ডেকে গেছে এক পাখির মতন সকাল
আজ জানলার কাছে ডেকে গেছে এক পাখির মতন সকাল
যেন রাখালিয়া বাঁশি
এই শহুরে গলার ফাঁসি ছিড়ে দেখাবে দুনিয়া কার
আজ জানলার কাছে ডেকে গেছে এক পাখির মতন সকাল
যেন রাখালিয়া বাঁশি
এই শহুরে গলার ফাঁসি ছিড়ে দেখাবে দুনিয়া কার

বলে সুখে আছো
বলে সুখে আছো যারা সুখে থাকো, এ সুখ সইবে না
দুখে আছো যারা বেঁচে থাকো এ দুখ রইবে না
বন্ধু এ দুখ রইবে না
বলে সুখে আছো যারা সুখে থাকো, এ সুখ সইবে না
দুখে আছো যারা বেঁচে থাকো এ দুখ রইবে না
বন্ধু এ দুখ রইবে না

আমি ভিটে মাটি ছেড়ে এসেছি মহান টাকা পয়সার দেশে
আমি ভিটে মাটি ছেড়ে এসেছি মহান টাকা পয়সার দেশে
এই দুনিয়া সর্বনেশে
এরা সাগর ডিঙিয়ে বোমা ফেলে আসে বীরপুরুষের বেশে
মরে কখনও বাঁচেনি যারা
আহা তাদের খিদের ইতিহাস এক বিস্মৃ অন্ধকারা
আহা তাদের খিদের ইতিহাস এক বিস্মৃ অন্ধকারা

বলে সুখে আছো
বলে সুখে আছো যারা সুখে থাকো, এ সুখ সইবে না
দুখে আছো যারা বেঁচে থাকো এ দুখ রইবে না
বন্ধু এ দুখ রইবে না

আজ সকালকে ডেকে বলি গাও রবি-নজরুল গীতি
আজ সকালকে ডেকে বলি গাও রবি-নজরুল গীতি
তাতে আমার ভীষণ প্রীতি
দেখ সুরুচির পরিমিতি
দেখ সুরুচির পরিমিতি

আমি দেশ ভেঙে ভেঙে দুখান করেছি হিন্দু মুসলমানে
আমি দেশ ভেঙে ভেঙে দুখান করেছি হিন্দু মুসলমানে
মুখের ভাষায় দেয়াল উঠেছে এই জল ঐ পানি
আমি সবই মানি সবই মানি
মানি না যখন রহিম-পরাণ ভাইরা মুক্তি চায়
তারা দুবেলাই খেতে চায়
আহা পাকস্থলিতে ইসলাম নেই নেইকো হিন্দুয়ানি
আহা পাকস্থলিতে ইসলাম নেই নেইকো হিন্দুয়ানি
তাতে যাহা জল তাহা পানি

বলে সুখে আছো
বলে সুখে আছো যারা সুখে থাকো, এ সুখ সইবে না
দুখে আছো যারা বেঁচে থাকো এ দুখ রইবে না
বন্ধু এ দুখ রইবে না

পাখির মতন সকালটা আজ বড় দোটানায় ফেলেছে
বুকের ভেতর যত কথাছিল তারা ব্যাকরণ ভুলেছে
তারা ব্যাকরণ ভুলেছে
ষত্ব ণত্ব বিধিতে সিদ্ধ আমি শিক্ষিত বাঙালি
ষত্ব ণত্ব বিধিতে সিদ্ধ আমি শিক্ষিত বাঙালি
আজ দয়ার দুয়ার কাঙালি
কেন বাঁশি শুনে খালি ভুলে যাই
আমি অন্যের ক্রিতদাস
আমি বারোমাস তেরোমাস
খাটি মারণাস্ত্রের লোভে
ভুখা জনতার বিক্ষোভে
এ হৃদয় কাপে না দোলে না
আহা নাচে শুধু রায়বেশে
এই সব পেয়েছির দেশে

বলে সুখে আছো
বলে সুখে আছো যারা সুখে থাকো, এ সুখ সইবে না
দুখে আছো যারা বেঁচে থাকো এ দুখ রইবে না
বন্ধু এ দুখ রইবে না

সোমবার, ৩ নভেম্বর, ২০১৪

গানওলার গান-৩: গান তুমি হও

গানের শিরোনামঃ গান তুমি হও
অ্যালবামঃ
গীতিকার, সুরকার, গায়কঃ কবির সুমন
........................................................


গান তুমি হও গরমকালের সন্ধ্যে বেলার হাওয়া
অনেক পুড়ে যাবার পরে খানিক বেঁচে যাওয়া
গান তুমি হও বিশ্রী গরম ভুলিয়ে দেওয়া বৃষ্টি
সজীবতার ভরসা দেওয়া সফল অনাসৃষ্টি
গান তুমি হও
গান তুমি হও বর্ষা শেষে নীল আকাশের আশা
মেঘের শাসন ঘুচিয়ে দেওয়া আলোর ভালোবাসা

গান তুমি হও বাংলাদেশের আকাশ শরৎকালে
এই আকালে দোলাও আমায় তোমার তালে তালে
গান তুমি হও শীতের দুপুর উতলে ওঠা আলো
ভাঙাচোরা জীবনটাকে হঠাৎ লাগে ভালো
গান তুমি হও
গান তুমি হও আমার মেয়ের ঘুমিয়ে পড়া মুখ
চেয়ে থাকি, এটাও আমার বেঁচে থাকার সুখ

এই দুনিয়ায় যত ছোট ছেলেমেয়ে আছে
গান তুমি হও বেঁচে থাকার রসদ সবার কাছে
গানের জন্য গান হইয়ো না, বাঁচার নিশান হয়ে
যুগান্তরের খবরটাকে তুমি এনো বয়ে
গান তুমি হও
গান তুমি হও জীবন বিমুখ গানের সমকালে
বাঁচার লড়াই, বাঁচাও আমায় তোমার তালে তালে

রবিবার, ২ নভেম্বর, ২০১৪

গানওলার গান-২: প্রথম সব কিছু

গানের শিরোনামঃ প্রথম সবকিছু
অ্যালবামঃ গানওলা
গীতিকার, সুরকার, গায়কঃ কবির সুমন
........................................................


প্রথম স্কুলে যাবার দিন, প্রথম বার ফেল
প্রথম ছুটি হাওড়া থেকে ছেলেবেলার রেল
প্রথম খেলা লেকের মাঠে প্রথম ফুটবল
মান্না, পিকে, চুনির ছবি বিরাট সম্বল

প্রথম শেখা ইমন রাগ, প্রথম ঝাপতাল
প্রথম দেখা শহর জোড়া বিরাট হরতাল
প্রথম বার লুকিয়ে টানা প্রথম সিগারেট
প্রথম বার নিজামে গিয়ে কাবাব ভরপেট

এই শহর জানে আমার প্রথম সবকিছু
পালাতে চাই যত সে আসে আমার পিছু পিছু

প্রথম প্রেমে পড়ার পর সবাই পস্তায়
হন্যে হয়ে ক্লাস পালিয়ে ঘুরেছি রাস্তায়
প্রথম প্রেম ঘুচে যাওয়ার যন্ত্রণাকে নিয়ে
কান্না চেপে ঘুরেছিলাম তোমারই পথ দিয়ে

এই শহর জানে আমার প্রথম সবকিছু
পালাতে চাই যত সে আসে আমার পিছু পিছু

প্রথম দেখা লাল নিশান, মিছিল কলতান
প্রথম শোনা জনসভায় নেই ছামালো ধান
প্রথম দেখা তরুণ লাশ চলছে ভেসে ভেসে
দিন বদল করতে গিয়ে শহীদ হল শেষে

প্রথম দেখা ভিখারিনীর কোলে শহীদ শিশু
প্রথম দেখা আস্তাকুঁড়ে কোলকাতার যিশু
প্রথম দেখা দিন দুপুরে পুলিশ ঘুষ খায়
প্রথম জানা পয়সা দিয়ে সবই কেনা যায়

এই শহর জানে আমার প্রথম সবকিছু
পালাতে চাই যত সে আসে আমার পিছু পিছু

প্রথম যৌবনের শেষে মাঝ বয়সে আসা
গিটার নিয়ে গান ধরেছে আমার ভালোবাসা
প্রথম যৌবনের শেষে মাঝ বয়সে আসা
গিটার নিয়ে গান ধরেছে আমার ভালোবাসা
লজ্জা ঘৃণা রাগের পরে এটাও বুঝি থাকে
এটাই দেব তোমায় আর এই শহরটাকে

শনিবার, ১ নভেম্বর, ২০১৪

গানওলার গান-১: ভালোবাসা

গানের শিরোনামঃ ভালোবাসা
অ্যালবামঃ পাগলা সানাই
গীতিকার, সুরকার, গায়কঃ কবির সুমন
.........................................................

ভালোবাসা শত যুদ্ধেও জেতা যায় না
ভালোবাসা লুট-তরাজ কীর্তিনাশা
একা মেয়েটার নরম গালের পাশে
প্রহরীর মত রাত জাগে ভালোবাসা

ভালোবাসা শত যুদ্ধেও জেতা যায় না
ভালোবাসা লুট-তরাজ কীর্তিনাশা
একা মেয়েটার নরম গালের পাশে
প্রহরীর মত রাত জাগে ভালোবাসা

ভালোবাসা এক আজন্ম সন্যাসী
ভালোবাসা ধ্যান মগ্ন তাপসী যেন
শ্বাস-প্রশ্বাসে প্রাণায়ন করে নেওয়া
তথাগত হয়ে আমায় ডাকছ কেন?

ভালোবাসা শত যুদ্ধেও জেতা যায় না
ভালোবাসা লুট-তরাজ কীর্তিনাশা
একা মেয়েটার নরম গালের পাশে
প্রহরীর মত রাত জাগে ভালোবাসা

ভালোবাসা এক খ্যাপাটে জুয়ার নেশা
ভালোবাসা সব বাজি ধরা নির্বোধ
শেষ চালে হেরে যাবোই তবু আমি
আমার খেলব, চাইবোই প্রতিশোধ

ভালোবাসা এক উদ্ভট বাজিকর
ভালোবাসা চির ইন্দ্রজালের রাজা
বোকা বনে যায় বারবার তবু বলি
পায়ে পড়ি তোর প্রেমের গানটা বাজা

ভালোবাসা শত যুদ্ধেও জেতা যায় না
ভালোবাসা লুট-তরাজ কীর্তিনাশা
একা মেয়েটার নরম গালের পাশে
প্রহরীর মত রাত জাগে ভালোবাসা
প্রহরীর মত রাত জাগে ভালোবাসা
প্রহরীর মত রাত জাগে ভালোবাসা