বুধবার, ১২ নভেম্বর, ২০১৪

গানওলার গান-৫: বাঁশুরিয়া বাজাও বাঁশি

গানের শরোনামঃ বাঁশুরিয়া বাজাও বাঁশি
গীতিকার, সুরকার, গায়কঃ কবির সুমন
........................................................

বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায়
গেয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়
বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায়
গেয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়

এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে
এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে
তোমাদের দেশে বুঝি সব মানুষই বাঁশি শেখে
আমাদের স্কুল কলেজে শেখে লোকে লেখাপড়া
আমাদের স্কুল কলেজে শেখে লোকে লেখাপড়া
প্রাণে গান নাই মিছে তাই রবী ঠাকুর মূর্তি গড়া
তোমারই ঐ দেহাতি গান
তোমারই ঐ দেহাতি গান দোলে যখন বাঁশির মুখে
আমাদের নকল ভন্ড কৃষ্টি চালায় করাত বুকে
বুকে আর গলায় আমার শহর কলকাতায়
গেয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়

ঠেলা ভ্যান চালাও তুমি
ঠেলা ভ্যান চালাও তুমি কিংবা ভাড়া গাড়ির ক্লিনার
ক বছরে একবার যাও তোমার দেশে নদীর কিনার
ফাঁক পেলে বাঁশি বাজাও
ফাঁক পেলে বাঁশি বাজাও ফেলে আসা ঘরের ডাকে
দেশে গিয়ে এমন সুরে হয়ত ডাকো কলকাতাকে
ফিরে এসে উদম খাটো
ফিরে এসে উদম খাটো গায়-গতরে ব্যাস্ত হাতে
মজুরিতে ভাগ বসাচ্ছ কারা তোমার কলকাতাতে
তাদের গায়েই আমি সাজানো জলসায়
গেয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়
বাঁশুরিয়া
বাঁশুরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায়
গেয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন