সোমবার, ৩ নভেম্বর, ২০১৪

গানওলার গান-৩: গান তুমি হও

গানের শিরোনামঃ গান তুমি হও
অ্যালবামঃ
গীতিকার, সুরকার, গায়কঃ কবির সুমন
........................................................


গান তুমি হও গরমকালের সন্ধ্যে বেলার হাওয়া
অনেক পুড়ে যাবার পরে খানিক বেঁচে যাওয়া
গান তুমি হও বিশ্রী গরম ভুলিয়ে দেওয়া বৃষ্টি
সজীবতার ভরসা দেওয়া সফল অনাসৃষ্টি
গান তুমি হও
গান তুমি হও বর্ষা শেষে নীল আকাশের আশা
মেঘের শাসন ঘুচিয়ে দেওয়া আলোর ভালোবাসা

গান তুমি হও বাংলাদেশের আকাশ শরৎকালে
এই আকালে দোলাও আমায় তোমার তালে তালে
গান তুমি হও শীতের দুপুর উতলে ওঠা আলো
ভাঙাচোরা জীবনটাকে হঠাৎ লাগে ভালো
গান তুমি হও
গান তুমি হও আমার মেয়ের ঘুমিয়ে পড়া মুখ
চেয়ে থাকি, এটাও আমার বেঁচে থাকার সুখ

এই দুনিয়ায় যত ছোট ছেলেমেয়ে আছে
গান তুমি হও বেঁচে থাকার রসদ সবার কাছে
গানের জন্য গান হইয়ো না, বাঁচার নিশান হয়ে
যুগান্তরের খবরটাকে তুমি এনো বয়ে
গান তুমি হও
গান তুমি হও জীবন বিমুখ গানের সমকালে
বাঁচার লড়াই, বাঁচাও আমায় তোমার তালে তালে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন