শনিবার, ২২ নভেম্বর, ২০১৪

গানওলার গান-১৪: একই থালায় দুজন খাবে, যুদ্ধ হয়ত আসছে কাল

গানের শিরোনামঃ একটি থালায়
গীতিকার, সুরকার, গায়কঃ কবির সুমন
........................................................

একটি থালায় চারটে রুটি, একটু আচার, একটু ডাল
একই থালায় দুজন খাবে, যুদ্ধ হয়ত আসছে কাল।।

একটা মাঠে দুজন সেপাই, দেশ বিভাগের সীমান্তে
দুজন আছে দুই দিকে, আর বন্ধু তারা অজান্তে।।

তারা এ দেশ ভাগ করে নি, দেয়নি কোথাও খড়ির দাগ
নেতারা সব ঝগড়া করেন, জলে কুমির ডাঙায় বাঘ।।

ঝগড়া থাকে আড়াল করে, লাভের মাটি, লাভের গুড়
সীমান্তে দুই দেশের সেপাই, দেশপ্রেমের দিনমজুর
দুই কাধে দুই বন্দুক আর বুলেট বেশি খাবার কম
রাজধানীতে হিসেব কষে এদের নেতা ওদের যম

যমের বাড়ি কাছেই আছে অনেক দূরে নিজের ঘর
দেশপ্রেমের নজির হল এই চিতা আর ঐ কবর।।


খিদের কিন্তু সীমান্ত নেই, নেই চিতা, নেই কবরটাও
যুদ্ধটাকেই চিতায় তোল, যুদ্ধটাকেই কবর দাও।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন