শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪

গানওলার গান-৭: মন খারাপ করা বিকেল মানে

গানের শিরোনামঃ মন খারাপ করা বিকেল মানে
গীতিকার, সুরকার, গায়কঃ কবির সুমন
...................................................................


মন খারাপ করা
মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে
দূরে কোথাও দু-এক পশলা বৃষ্টি হচ্ছে
মন খারাপ করা
মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে
দূরে কোথাও দু-এক পশলা বৃষ্টি হচ্ছে
মন খারাপ করা
মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে

ঘর আবছায়া
ঘর আবছায়া
ঘর আবছায়া আর ভিজে ভিজে হাওয়ায় মাখা
মাথার উপর মিছেমিছি ঘুরছে পাখা
মন খারাপ করা
মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে

সরগরম কিন্তু বাইরে রাস্তা পানের দোকান
সরগরম কিন্তু বাইরে রাস্তা পানের দোকান
রেডিওতে হঠাৎ একটা পুরনো গান
শান্ত নদীটি পটে আঁকা
শান্ত নদীটি পটে আঁকা
সরগরম কিন্তু বাইরে রাস্তা পানের দোকান
রেডিওতে হঠাৎ একটা পুরনো গান
তার সুরটা
তার সুরটা
তার সুরটা চেনা চেনা বলেই ছোঁয়াচ লাগে
কলকাতাতে সন্ধ্যে হবার একটু আগে
মন খারাপ করা
মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে
দূরে কোথাও দু-এক পশলা বৃষ্টি হচ্ছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন