সোমবার, ১৭ নভেম্বর, ২০১৪

গানওলার গান-৯: তোমাকে দেখছি

গানের শিরোনামঃ তোমাকে দেখছি
গীতিকার, সুরকার, গায়কঃ কবির সুমন
.........................................................


তোমাকে দেখছি ল্যাম্পপোস্টের নিচে
তোমাকে দেখছি কালিঘাটে ব্রিজে একা
ভবানী ভবন যাবার বাঁকের মুখে
আসলে কিন্তু সেই তোমাকেই দেখা
তোমাকে দেখছি ব্রেবর্ন রোডের ভিড়ে
তোমাকে দেখছি চীনে পট্টির জুতো
এসপ্লানেডের পাতাল স্টেশনে নেমে
আসলে কিন্তু তোমাকে দেখার ছুতো

তোমাকে দেখছি শ্যামবাজারের মোড়ে
তোমাকে দেখছি পাঁচ মাথা একাকার
মানুষের ভিড়ে রাস্তা গুলিয়ে গিয়ে
আসলে কিন্তু তোমাকেই দরকার
তোমাকে দেখছি শ্যামবাজারের মোড়ে
তোমাকে দেখছি পাঁচ মাথা একাকার
মানুষের ভিড়ে রাস্তা গুলিয়ে গিয়ে
আসলে কিন্তু তোমাকেই দরকার
তোমাকে দেখছি কফি হাউজের কাছে
তোমাকে দেখছি খুজছো পুরোনো বই
পুরোনো কিংবা নতুন মলাটে আমি
আসলে কিন্তু তোমাকেই খুজবই

তোমাকে দেখছি বইমেলা চত্বরে
তোমাকে দেখছি স্বতন্ত্রর স্টল
অনুষ্টুপের ঠেলাঠেলি ভেদ করে
আসলে কিন্তু তোমাকে দেখার ছল
তোমাকে দেখছি বালি উত্তর পাড়া
তোমাকে দেখছি ব্যারাকপুরের মোড়ে
শহরে আসছে ঐ তো সোনার ভোর
আসলে কিন্তু তোমার ট্রেনেই চড়ে
তোমাকে দেখছি  সেন্ট পলসের চূড়ো
তোমাকে দেখছি হো চি মিন সরণীতে
নেলসন ম্যান্ডেলা উদ্যানে দেখি
আসলে কিন্তু তোমাকে আচম্বিতে

তোমাকে দেখছি চিতপুরে ব্যান্ড পার্টি
তোমাকে দেখছি ট্রাম্পেট ক্লারিনেটে
বিটন ঘুরিয়ে ব্যান্ড মাস্টার যাবে
আসলে কিন্তু তোমার দিকেই হেঁটে
তোমাকে দেখছি কুন্দঘাট গামী বাসে
তোমাকে দেখছি গড়িয়ার দিকে গেলে
ঢাকুরিয়া ভেবে সেলিমপুরেই নামি
আসলে কিন্তু তোমাকেই দেখে ফেলে
তোমাকে দেখছি উল্টো ডাঙায় সোজা
তোমাকে দেখছি ফুটবল স্টেডিয়ামে
দমদম ছোয়া বোয়িং বিমানগুলো
আসলে কিন্তু তোমার জন্যে নামে
নামলে বিমান রানওয়ের মসৃণে
বোয়িং কিংবা রুস্কি ইলিউশিন
ককপিট থেকে পাইলট বুঝে নেন
এসে গেল তার তোমাকে দেখার দিন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন