শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৩

মজারবিন্দু - ৬ : মেরেছি ছয় রান হয়েছে সন্ত্বান (ঁ)

গানের শিরোনামঃ পাশবালিশ
অ্যালবামঃ হুলাবিলা
.......................................

এই পৃথিবীর স্কুলে বাবা-মার ভুলে একদিন ভর্তি হলাম
চোখটা বুজে পেয়েছি বুঝে প্রেমিকা আমার গোলাম
না না চুল সে বাঁধে না, নাকে কাঁদে না
সে আমার পাশবালিশ
তার ফিগারটা খাশা যেন লারা-বিপাশা গুরু
সে আমার পাশবালিশ

কোথা দিয়ে ছেলেবেলা আমায় গেল ফেলে
বাবা গেল পার্টি আর মা চৈত্র সেলে
হামাগুঁড়ি দিয়ে দেখি আয়াটাও গেছে ভেগে
একলা ঘরেতে বসে ভয়েতে মুখ ফ্যাকাসে
কি হল যে দ্রুত বেগে, প্যান্টু ভিজে
করব কি যে, হাসছে পাশবালিশ
এই যে দোস্তি, কিছু অস্বস্তি
সবেতে পাশবালিশ
ডার্লিং পিলো চার আনা কিলো
কি দারুণ পাশবালিশ
আমারই লজ্জা শেখালো বজ্জাত
বখাটে পাশবালিশ

কলেজে গ্লাস কেটে আমিও কেটেছি ছক
মেয়েগুলো চোখে ধূলো আমাকে দেখালো বক
বন্ধুরা বার খায় আমিও খাই খানিক
আমারই কপাল ফুটো
জলে গেল চিঠি দুটো ডুবল টাইটানিক
বাড়িতে এসে বুকেতে ঠেসে ধরেছি পাশবালিশ
এটুকু টর্চায় এ বিনা খর্চায় দোসর পাশবালিশ
তার ফিগারটা চাবুক মল্লিকা-টাবু নায়িকা পাশবালিশ
প্রিয়তমা পিলো আহা কি দিলো বেচারি পাশবালিশ

এক রাতে মাকু হাতে আমিও ছাদনা তলা
সংসারে পাংচার ছলাকলা কাঁচকলা
পত্নীকে পেত্নি দেখি বাই ফোকালে দৃষ্টিভ্রমে
তা ছাড়া ক্রিকেট দেখি, একদিন কি হল একি
ছুটি রিমোট হাতে নার্সিংহোমে
মেরেছি ছয় রান হয়েছে সন্ত্বান
কেঁদে সে করছে নালিশ
তার জননী হাওয়া রয়েছে আয়া
আর আছে সেই পাশবালিশ
বাবা ও খোকা কমন প্রেমিকা দুজনে পাশবালিশ
তৃতীয় বিশ্ব আদতে নিঃস্ব গতি সেই পাশবালিশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন