বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৩

মজারবিন্দু - ৪ : নদীমাতৃক হতে যেও না গায়ে ঝিলমিল লেগে যাবে (ঁ)

গানের শিরোনামঃ সূর্যের দিকে
অ্যালবামঃ গাধা
............................................

সূর্যের দিকে চেও না চোখে ঝিলমিল লেগে যাবে
সূর্যগ্রহণের দিকে চেও না চোখে ঝিলমিল লেগে যাবে
সন্তজোহনের দিকে চেও না চোখে ঝিলমিল লেগে যাবে ।।

লেগে যাবে, খোঁচা খাবে
নির্জন নদিয়ায় 
কে হায় প্রেম বিলায়
ভূঁইফোড় ন্যাড়া মাথা ।।

পাক-পাখালির দিকে চেও না গায়ে ঝিলমিল লেগে যাবে
রাতে মা কালির দিকে চেও না চোখে ঝিলমিল লেগে যাবে
উগ্র আকালির দিকে চেও না বুকে ঝিলমিল লেগে যাবে

লেগে যাবে, ব্যাথা পাবে
ছোট আছ ছোট থাকো
সস্তা সাবান মাখো
ঘুরে দেখো কোলকাতা ।।

কারো লেখাপড়া ট্যান যাবে
কারো গিলে করা পাঞ্জাবি
কেহ জাহাপনা খাঞ্জা খাঁ
খেলে পিং পং বল
তুমি দোল খেলো হাজরাতে
তুমি উঠে বসো মাঝ রাতে
তুমি পুষে রাখ পাজ্রাতে
চোরা মফস্বল ।।

বলো কে হায় হৃদয় খুঁড়ে 
বেদনার ন্যাকা সুরে 
এঁকে যাবে লতাপাতা
এঁকে যাবে
বেঁকে যাবে
সকলই ফুরায়
ফুচকা ফ্রাই
পড়ে থাকে শালপাতা ।।

শালপিয়ালের বনে যেও না মনে ঝিলমিল লেগে যাবে
খেকশিয়ালের পানে চেও না ল্যাজে ঝিলমিল লেগে যাবে
সুর রিয়ালের দিকে চেও না ব্রেনে ঝিলমিল লেগে যাবে

লেগে যাবে
রেগে যাবে
চীনে বা জাপানে যাও
তাড়াতাড়ি চানে যাও
শুনে দেখো মা'র কথা ।।

কেউ মাধুরীর ফ্যানক্লাবে
কেউ চাকু হাতে চমকাবে
কেউ রাত্তিরে কম খাবে
হবে স্লিম ঝিম ট্রিম
ওরে আয় পাখি ল্যাজ ঝোলা
তোকে খেতে দেব কোকাকোলা
তুমি সন্ধ্যার মেঘোমালা
আমি গব্বর সিং ।।

আরে পাখি পাখি থাকে নাকি
তুমি শালা আনলাকি
নিজভূমে অন্তরীণ
ভিনদেশী খিঞ্জিবি
সমস্ত দিন কৌষ্ঠ্যকঠিন
হাসিমুখে আড্ডা দিন
ভিনদেশী খিঞ্জিবি
সমস্ত দিন কৌষ্ঠ্যকঠিন
হাসিমুখে আড্ডা দিন

বলে হ্যাট্রিক পেতে চেও না পায়ে ঝিলমিল লেগে যাবে
ন্যাড়া কার্তিক বনে যেও না প্রাণে ঝিলমিল লেগে যাবে
নদীমাতৃক হতে যেও না গায়ে ঝিলমিল লেগে যাবে
সেলুলয়েডের দিকে চেও না মনে ঝিলমিল লেগে যাবে
মার্ক্স-ফ্রয়েডের দিকে চেও না প্রাণে ঝিলমিল লেগে যাবে
পিঙ্ক ফ্লয়েডের দিকে যেও না কানে ঝিলমিল লেগে যাবে

1 টি মন্তব্য: