শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৩

মজারবিন্দু - ১১ : মাইরি বলছি এসব ভেবে ডাইরি লিখি খুব (ঁ)

গানের শিরোনামঃ গাবগুবাগুব
অ্যালবামঃ ডাকনাম
..................................

এসবই বড্ড ছেদো কথা যে যেমন ফেঁসেছে সে জানে
কিছুটা গুচ্ছ আদিখ্যেতা উচাটন মদন বাবুর বাণে
আমার বুকে রেলিং ঘেরা তোমারই ব্যালকনি
পাড়ার মোড়ে দাঁড়িয়ে কবে শেষ হবে টিউশনি
সুযোগ পেলে মুহুর্তে হই তোমার পোষা প্রাণী
দেখলে তোমায় সারাটাক্ষণ বুকের ভিতর খুব
গাবগুবাগুব...

এসবই অলীক বরণ কথা কিছুটা বসন্তকাল জানে
নীল আলো চেনালো কোলকাতা হাওয়া তার মন্ত্র দিল কানে
তোমায় নিয়ে বিপদ বড় কোথায় তোমায় খুঁজি
চলো তোমায় করছি ফলো দস্য গলি গুচি
ছাদের ঘরে একলা পেলে বাংলা হিসেব বুঝি
তোমার জন্যে হন্যে আমি একলা বেআকুল
গাবগুবাগুব ...

তোমায় পাওয়ায় মরণ বাঁচন মুগুর হাতে তুর্কি নাচন
তোমার বাবার নিমের পাঁচন মুখ
তোমায় পাওয়ায় মরণ বাঁচন মুগুর হাতে তুর্কি নাচন
তোমার বাবার নিমের পাঁচন মুখ
হো না হয় দু’চোখ বুজে রাস্তা হাঁটে বেচারা উজবুক
মাথায় করে রাখব তোমায় সকল ঝাকা মুটে
তোমার জন্য লাল বাতাসা উড়বে হরির লুটে
স্টেশন রোডে ফুচকা খাব ভীষণ চেটেপুটে
মাইরি বলছি এসব ভেবে ডাইরি লিখি খুব
গাবগুবাগুব ...

আপন-বাপন জীবন-যাপন একলা রাতে চৌকি যাপন
ফ্যাশন টিভি ভীষণ কাঁপন জ্বর
আপন-বাপন জীবন-যাপন একলা রাতে চৌকি যাপন
ফ্যাশন টিভি ভীষণ কাঁপন জ্বর
হো বুকের লকেট থেকে মুচকি হাসে আমারই ঈশ্বর
গোঁফ রেখেছি তেল মেখেছি আসল কাঁঠালগাছে
আমার ঘাড়ে একা নড়ে ঠ্যাং ঝুলিয়ে নাচে
পদ্ম দীঘির ঘাটে আমার নৌকো বাঁধা আছে
তোমায় নিয়ে ডাইভ দিব গহীন জলে ডুব

গাবগুবাগুব ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন