সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৩

মজারবিন্দু - ১৭ : আমরা পাঞ্জাবিদের পাইয়া বলি মাড়োয়ারি মাওড়া(ঁ)

গানের শিরোনামঃ আমরা বাঙালি জাতি
অ্যালবামঃ হুলাবিলা
..........................................

আরে কিছু কিছু বস্তু আছে
আহা কিছু কিছু বস্তু আছে শুরুতেই শেষ
আহা শুরুতেই শেষ
যেমন ধরো শেবাগ ব্যাটিং শুরু করলে
আরে বোলাররা বোললেস
আচ্ছা 
কিছু কিছু বস্তু আছে শেষ যার শুরু
আহা শেষ যার শুরু
আহা লাস্ট সিনে স্লো মোশনে ইয়া ঢিসুম ছাড়ে গুরু
ঢিশুম ঢিশুম ঢিশুম
আর কিছু কিছু বস্তু আছে শুরু শেষের বাইরে
যেমন বাঙ্গালীদের গুণের সাগর কূল কিনারা নাইরে
আহা একদা এই বঙ্গের মাথায় রাজার মুকুট বসতো
এখন হাতে থাকে নোংরা ফাইল পাতে আলু পোস্ত
বল আমরা বাঙ্গালী জাতি

আমরা বাঙ্গালি জাতি পাড়ায় খেলি পিট্টু
আর রণে বনে ইউনিয়নে পাজামাতে গিট্টু
আমরা বাঙ্গালি জাতি পাড়ায় খেলি পিট্টু
আর রণে বনে ইউনিয়নে পাজামাতে গিট্টু

আমরা চক্ষু বুজে পৈতে খুঁজে সত্য নারাণ সিন্নি
আর মোবাইলে ঝিংকুছবি আড়াল হলেই গিন্নি
জয় জয় জয় বাংলা 
ন্যাটায় বাংলা হাতে হ্যারিকেন ...

না না বাঙ্গালীর নামে হবে না কোন আবেল তোবেল
কারণ আমার প্যান্টুল হলদে হলেও
ও বাবা আমার প্যান্টুল হলদে তো কি-রবীন্দ্রনাথ নোবেল
বাঙ্গালীর নামে হবে না কোন আবেল তোবেল
আমার প্যান্টুল হলদে হলেও রবীন্দ্রনাথ নোবেল
আরে এক নোবেলেই একশ বছর তাও গিয়েছে চুরি
আর এখন সৌরভ এসে গেছে ডাবল সেঞ্চুরি
জয় জয় জয় বাংলা 
ন্যাটায় বাংলা হাতে হ্যারিকেন...

আরে কিছু কিছু বস্তু আছে
আহা কিছু কিছু বস্তু আছে মধ্যভাগে মজা
আহা মধ্যিখানে মজা
যেমন দাম্পত্যের মাঝামাঝি অন্য জিহ্বে গজা
যেমন বাঙ্গালীদের মধ্যিখানে ছোট্ট একটি ভুড়ি
এলার্ম দিয়ে উঠে তাতে লাগাবে সুড়সুড়ি
বল আমরা বাঙ্গালী জাতি
আমরা পাঞ্জাবিদের পাইয়া বলি মাড়োয়ারি মাওড়া
আর নন-কম্যুনাল দেওয়াল লিখি
আহা এদিকে নন-কম্যুনাল দেওয়াল লিখি ক্যালকাটা টু হাওড়া
পাঞ্জাবিদের পাইয়া বলি মাড়োয়ারি মাওড়া
নন-কম্যুনাল দেওয়াল লিখি ক্যালকাটা টু হাওড়া

আরে জন্ম থেকেই সেন্টু খেয়ে শহীদ শহীদ ভঙ্গি
এই গুলির আগেই সারেন্ডার আর প্রেমের আগেই লেংঙ্গি
জয় জয় জয় বাংলা, 
ন্যাটায় বাংলা হাতে হ্যারিকেন ..

আমাদের বগল ভড়া Struggle আছে ছাগল ভরা মাংস
তবু চাকরি করে শোধ করে যাই লোনেরই ভগ্নাংশ
বগল ভড়া Struggle আছে ছাগল ভরা মাংস
চাকরি করে শোধ করে যাই লোনেরই ভগ্নাংশ

একদিন অ্যামেরিকাও ধ্বংস হবে
বলে কি! বলে কি
অ্যামেরিকাও ধ্বংস হবে বিলেত যাবে ঝুলে
শুধু জয় বাঙ্গালী থাকবে টিকে ফাঁদেই সব গুলে
বল জয় জয় জয় বাংলা
ন্যাটায় বাংলা হাতে হ্যারিকেন .......

২টি মন্তব্য:

  1. "জয় জয় জয় বাংলা
    ন্যাটায় বাংলা হাতে হ্যারিকেন ..."
    আপনি নিশ্চিত এটাই বলে? খুব অন্যরকম শোনায় গানে

    উত্তরমুছুন
  2. আমার কাছে তো এম্নই মনে হয়

    "হাতে" শব্দের উচ্চারণ 'হাত্তে'র মত করে

    উত্তরমুছুন